১৬ নভেম্বর ২০২৫, রবিবার, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
কেরালায় বিরল মস্তিষ্ক সংক্রমণে ১৯ জনের মৃত্যু, আক্রান্ত ৬৯
মোক্তার হোসেন মন্ডল
- আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 212
কেরালায় বিরল মস্তিষ্ক সংক্রমণে ১৯ জনের মৃত্যু, আক্রান্ত ৬৯
কেরালায় বিরল এক মস্তিষ্ক সংক্রমণে এখন পর্যন্ত ৬৯ জন অসুস্থ হয়েছেন, এর মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা জারি করেছে কেরালার স্বাস্থ্য দপ্তর।
চিকিৎসকরা জানিয়েছেন, রোগটির নাম ‘প্রাইমারি অ্যামোবিক মেনিনজোএনসেফালাইটিস’ (Primary Amoebic Meningoencephalitis – PAM)। যে অ্যামিবার কারণে এই সংক্রমণ হয়, তাকে সাধারণভাবে বলা হয় ‘ব্রেন ইটিং অ্যামিবা’।
কেরালার স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, সংক্রমণ এক জায়গায় সীমাবদ্ধ নয়, বরং আলাদা উৎস থেকে ছড়াচ্ছে। যদিও গত ২০২৪ সালে একটি এলাকায় জল থেকে একই ধরনের সংক্রমণ ছড়িয়েছিল। বর্তমানে জলাশয় জীবাণুমুক্ত করার কাজ চলছে।
Tag :



























