১৬ নভেম্বর ২০২৫, রবিবার, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তান-সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি: কারও ওপর হামলা হলে যৌথভাবে জবাব দেবে দুই দেশ

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
  • / 600

 

পাকিস্তান ও সৌদি আরব একটি কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। বুধবার রিয়াদের ইয়ামামা প্রাসাদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, যে কোনো এক দেশের ওপর হামলা হলে উভয় দেশই সেটিকে নিজেদের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করবে এবং যৌথভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এই চুক্তি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, নিরাপত্তা বৃদ্ধি ও আঞ্চলিক-আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতির প্রতিফলন। এতে প্রায় আট দশকের ঐতিহাসিক অংশীদারিত্ব, ইসলামি ভ্রাতৃত্ব ও অভিন্ন কৌশলগত স্বার্থের ভিত্তি আরও দৃঢ় হলো।
চুক্তি সইয়ের আগে শাহবাজ শরিফকে সৌদি যুবরাজ আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান এবং গার্ড অব অনার প্রদান করা হয়। পরে দ্বিপক্ষীয় বৈঠকে উভয় নেতা প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাকিস্তান-সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি: কারও ওপর হামলা হলে যৌথভাবে জবাব দেবে দুই দেশ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার

 

পাকিস্তান ও সৌদি আরব একটি কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। বুধবার রিয়াদের ইয়ামামা প্রাসাদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, যে কোনো এক দেশের ওপর হামলা হলে উভয় দেশই সেটিকে নিজেদের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করবে এবং যৌথভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এই চুক্তি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, নিরাপত্তা বৃদ্ধি ও আঞ্চলিক-আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতির প্রতিফলন। এতে প্রায় আট দশকের ঐতিহাসিক অংশীদারিত্ব, ইসলামি ভ্রাতৃত্ব ও অভিন্ন কৌশলগত স্বার্থের ভিত্তি আরও দৃঢ় হলো।
চুক্তি সইয়ের আগে শাহবাজ শরিফকে সৌদি যুবরাজ আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান এবং গার্ড অব অনার প্রদান করা হয়। পরে দ্বিপক্ষীয় বৈঠকে উভয় নেতা প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।