Thu, September 12, 2024

ই-পেপার দেখুন

ফোন ব্যবহারের সঙ্গে ব্রেন ক্যানসারের সম্পর্ক নেই: হু

ইমামা খাতুন

Published: 04 September, 2024, 08:39 PM
ফোন ব্যবহারের সঙ্গে ব্রেন  ক্যানসারের সম্পর্ক নেই: হু

বিশেষ প্রতিবেদন: আধুনিক জীবনযাপনে অপরিহার্য হয়ে উঠেছে মোবাইল ফোন কারণ এখন মুঠো ফোনেই রয়েছে গোটা দুনিয়া ফোন দিয়ে মানুষ প্রতিদিন অসংখ্য জরুরি কাজ করছে এতদিন আশঙ্কা করা হচ্ছিল, অতিরিক্ত ফোনের ব্যবহার মানুষের মস্তিষ্কে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তবে এবার এক গবেষণায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাল, মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে মস্তিষ্কের ক্যান্সারের ঝুঁকি বাড়ার কোনও সম্পর্ক নেই সময়ের সঙ্গে ওয়্যারলেস প্রযুক্তির ব্যবহার বাড়লেও মস্তিষ্কের ক্যান্সারের প্রবণতা বাড়েনি যারা এক দশকেরও বেশি সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করছেন তাদেরও তেমন ক্ষতি হয়নি বিষয়ে ১৯৯৪ থেকে ২০২২ সালের মধ্যে ৬৩টি গবেষণা চালানো হয়েছে অস্ট্রেলিয়ান সরকারের বিকিরণ সুরক্ষা কর্তৃপক্ষসহ ১০টি দেশের মোট ১১ জন গবেষকের করা মূল্যায়নের পর  চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোবাইল ফোনের পাশাপাশি টিভি, বেবি মনিটর এবং রাডারে ব্যবহৃত রেডিও ফ্রিকোয়েন্সির প্রভাবগুলিও মূল্যায়ন করা হয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ক্যানসার বিষয়ক অধ্যাপক গবেষকদলের সদস্য মার্ক এলউড বলেন, ‘বিষয়টি নিয়ে গবেষণা করে মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে ব্রেন ক্যানসারের ঝুঁকি বাড়ার কোনও যোগসূত্র মেলেনিএর আগে, হু এবং অন্যান্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল যে, মোবাইল ফোনের তরঙ্গের জন্য স্বাস্থ্যের ক্ষতি হয়, তার কোনও উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি তবে বিশেষজ্ঞদের পরামর্শ, সবসময় মোবাইল ফোন ব্যবহার না করাই ভালো কিছুটা সময় সম্ভব হলে মোবাইল ফোন থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে সকলকে

 

Leave a comment