Sat, October 5, 2024

ই-পেপার দেখুন

ফুটপাত কারো অধিকার নয়, ফুটপাত সরকারি জায়গা: সাফ বার্তা ফিরহাদের

Kibria Ansary

Published: 28 June, 2024, 10:39 PM
ফুটপাত কারো অধিকার নয়, ফুটপাত সরকারি জায়গা: সাফ বার্তা ফিরহাদের

পুবের কলম, ওয়েবডেস্ক: কোথাও কোনও হকার উচ্ছেদই হয়নি, হকার ইস্যুতে শুক্রবার হাই কমিটির বৈঠক এমনই মন্তব্য করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, “হকার মানে দোকান দেবেন, রাতে জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় প্যাকিং করে নিয়ে চলে যাবেন। অথচ ফুটপাতে শাটার লাগিয়ে দেওয়া হবে? ইট, বালি, সিমেন্ট দিয়ে দোকান করে ফেলা হবে? ফুটপাত আমার অধিকার নয়। ফুটপাত সরকারি জায়গা। সেটা আমার সম্পত্তি নয় যে আমি সেটা নিজের ছেলেকে দিয়ে যাব। এটাকে ভাড়া দেওয়াও আমার অধিকার নয়। চারটে ডালা, পাঁচটা ডালা লাগিয়ে রেখেছি।” এরপরই মেয়র দাবি করেন, "আমরা কোথাও হকার উচ্ছেদ করিনি। পুলিশও কোথাও হকার উচ্ছেদ করেনি। আমরা হকারকে রেগুলারাইজ করেছি।"

ফিরহাদ জানিয়েছেন, শহরে তৈরি হচ্ছে হকিং জ়োন, নো হকিং জ়োন ও আংশিক হকিং জ়োন। নতুন অ্যাপ তৈরি করা হবে হকারদের পরিচয়ের জন্য। যার লিঙ্ক থাকবে আধার কার্ডের সঙ্গে। গড়িয়াহাট ও বেহালায় হকারদের মাল রাখার জায়গার খোঁজ করা হচ্ছে। হাতিবাগানে তেমন জায়গা এখনও পাওয়া যায়নি।

মহানগর - এর থেকে আরোও খবর

Sidewalks are nobody's rights sidewalks are public places clear message to Firhad

Leave a comment