অনলাইন বেটিং অ্যাপ কাণ্ডে গুগল ও মেটাকে সমন পাঠাল ইডি

- আপডেট : ১৯ জুলাই ২০২৫, শনিবার
- / 36
অনলাইন বেটিং অ্যাপে দুর্নীতি সংক্রান্ত মামলায় গুগল ও মেটাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ২১ জুলাই এই দুই সংস্থার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ইতিমধ্যেই গুগল ও মেটার অফিসে সমন পৌঁছে গেছে বলে জানা গেছে। বেআইনি অনলাইন বেটিং অ্যাপগুলির বিরুদ্ধে ব্যাপক তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা।
ইডির অভিযোগ, অনলাইন বেটিং অ্যাপগুলির প্রচারে গুগল ও মেটার ভূমিকা রয়েছে। টাকার বিনিময়ে তারা এসব অ্যাপের জন্য বিশেষ বিজ্ঞাপনের ব্যবস্থা করত, যাতে সাধারণ মানুষ আকৃষ্ট হয়। এছাড়া আর্থিক তছরুপ ও হাওয়ালার বিষয়ও উঠে এসেছে তদন্তে।
ইতিমধ্যেই অনলাইন বেটিং অ্যাপ কাণ্ডে ২৯ জন হাইপ্রোফাইল ব্যক্তি—অভিনেতা, অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ইডি। কয়েক সপ্তাহ আগে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতেই সংস্থাটি তদন্তের গতি বাড়িয়েছে এবং গুগল ও মেটাকে সমন পাঠিয়েছে।