১১ অগাস্ট ২০২৫, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আবার অমানবিক ঘটনার সাক্ষী থাকলো বারুইপুর

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ১১ অগাস্ট ২০২৫, সোমবার
  • / 48

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর: আবার অমানবিক ঘটনার সাক্ষী থাকলো বারুইপুর। শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর প্ল্যাটফর্মে পড়ে রয়েছেন এক বৃদ্ধ দম্পতি। নাম কমলা পুরকাইত ও স্বামী গোবিন্দ পুরকাইত। বয়স আনুমানিক ৭৫ বছর। গোবিন্দ পুরকাইত স্মৃতিভ্রষ্ট হয়েছেন। হাঁটাচলা করতে পারেন না। তাই প্ল্যাটফর্মে একটা পাতলা প্লাস্টিকের উপরেই দিন রাত তাঁকে শুয়ে থাকতে হচ্ছে।

স্ত্রী কমলা পুরকাইতের দাবি, তাঁর একমাত্র ছেলে জয়ন্ত পুরকাইত তাঁদের বারুইপুর প্ল্যাটফর্মে ফেলে রেখে চলে গিয়েছেন।তাদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার রায়চকে।ছেলে তাদের হাতে দিয়ে গিয়েছেন মাত্র ৩০০ টাকা, কিছু শুকনো মুড়ি ও চানাচুর। সেই খেয়েই চলছে দিন গুজরান। তার মধ্যেই কাছে থাকা টাকা ও মোবাইল বারুইপুর প্ল্যাটফর্ম থেকেই চুরি গিয়েছে বৃদ্ধ দম্পতির।তাই তাঁদের সম্বল বলতে শুধুমাত্র সহৃদয় ব্যক্তিদের দেওয়া খাবার।এই প্ল্যাটফর্মের রেল যাত্রীদের দাবি, অমানবিক সন্তানের যথোপযুক্ত শাস্তি আর অবশ্যই দম্পতিকে যাতে তাঁর নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন।

এ প্রসঙ্গে আর এক রেল যাত্রী বলেন,এমন ঘটনা যে ঘটতে পারে তা বিশ্বাসই করা যায় না। আজকের দিনে এই ধরনের ঘটনা যে ঘটতে পারে, তা কল্পনার বাইরে। যে ছেলেকে বাবা-মা কোলে পিঠে করে মানুষ করে বড় করে সেই মাকে কীভাবে প্ল্যাটফর্মে ফেলে রেখে দিয়ে চলে যায় তা স্বপ্নের বাইরে। এই ধরনের সমস্যার অনেক ক্ষেত্রেই দেখা গেছে তবে সেটা কানে শুনেছি আজ তার চোখের সামনে স্পষ্ট দেখতে পেলাম।এখন কবে এই সব থেকে মুক্তি পাবে এই বৃদ্ধ বাবা মা, সেটা সময়ের অপেক্ষা।আর এই অমানবিক ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুরে।

আরও পড়ুন: বিকল্প কর্মসংস্থানের জন্য নয়া উদ্যোগ

আরও পড়ুন: বারুইপুরের টংতলা আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আবার অমানবিক ঘটনার সাক্ষী থাকলো বারুইপুর

আপডেট : ১১ অগাস্ট ২০২৫, সোমবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর: আবার অমানবিক ঘটনার সাক্ষী থাকলো বারুইপুর। শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর প্ল্যাটফর্মে পড়ে রয়েছেন এক বৃদ্ধ দম্পতি। নাম কমলা পুরকাইত ও স্বামী গোবিন্দ পুরকাইত। বয়স আনুমানিক ৭৫ বছর। গোবিন্দ পুরকাইত স্মৃতিভ্রষ্ট হয়েছেন। হাঁটাচলা করতে পারেন না। তাই প্ল্যাটফর্মে একটা পাতলা প্লাস্টিকের উপরেই দিন রাত তাঁকে শুয়ে থাকতে হচ্ছে।

স্ত্রী কমলা পুরকাইতের দাবি, তাঁর একমাত্র ছেলে জয়ন্ত পুরকাইত তাঁদের বারুইপুর প্ল্যাটফর্মে ফেলে রেখে চলে গিয়েছেন।তাদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার রায়চকে।ছেলে তাদের হাতে দিয়ে গিয়েছেন মাত্র ৩০০ টাকা, কিছু শুকনো মুড়ি ও চানাচুর। সেই খেয়েই চলছে দিন গুজরান। তার মধ্যেই কাছে থাকা টাকা ও মোবাইল বারুইপুর প্ল্যাটফর্ম থেকেই চুরি গিয়েছে বৃদ্ধ দম্পতির।তাই তাঁদের সম্বল বলতে শুধুমাত্র সহৃদয় ব্যক্তিদের দেওয়া খাবার।এই প্ল্যাটফর্মের রেল যাত্রীদের দাবি, অমানবিক সন্তানের যথোপযুক্ত শাস্তি আর অবশ্যই দম্পতিকে যাতে তাঁর নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন।

এ প্রসঙ্গে আর এক রেল যাত্রী বলেন,এমন ঘটনা যে ঘটতে পারে তা বিশ্বাসই করা যায় না। আজকের দিনে এই ধরনের ঘটনা যে ঘটতে পারে, তা কল্পনার বাইরে। যে ছেলেকে বাবা-মা কোলে পিঠে করে মানুষ করে বড় করে সেই মাকে কীভাবে প্ল্যাটফর্মে ফেলে রেখে দিয়ে চলে যায় তা স্বপ্নের বাইরে। এই ধরনের সমস্যার অনেক ক্ষেত্রেই দেখা গেছে তবে সেটা কানে শুনেছি আজ তার চোখের সামনে স্পষ্ট দেখতে পেলাম।এখন কবে এই সব থেকে মুক্তি পাবে এই বৃদ্ধ বাবা মা, সেটা সময়ের অপেক্ষা।আর এই অমানবিক ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুরে।

আরও পড়ুন: বিকল্প কর্মসংস্থানের জন্য নয়া উদ্যোগ

আরও পড়ুন: বারুইপুরের টংতলা আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক