“চিন ‘তাইওয়ান দখলের প্রস্তুতি’ নিচ্ছে”: স্কাই নিউজে উগ্র হুঁশিয়ারি দিচ্ছেন উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী

- আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার
- / 43
পুবের কলম ওয়েবডেস্ক: স্কাই নিউজকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে, তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঁসোয়া চিহ-চง উ (Wu Chih-chung) জানিয়েছেন, “চিন ‘তাইওয়ান দখলের প্রস্তুতি নিচ্ছে’”, এবং “তাইওয়ান একা এই মোকাবেলা করতে পারবেনা” ।
সাক্ষাৎকারে উ জানান, চলতি বছর চিনা বাহিনীর PLA-র বিমান ও যুদ্ধজাহাজের ক্রমবর্ধমান উপস্থিতি এবং PLA-র প্রথমবার একই সময়ে পশ্চিমো Pasific-এ দুটি aircraft carrier মোতায়েন জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি । তিনি আরও যোগ করেন, “যদি দিন পর দিন চিন চাইলো তাহলে আমাদের ধ্বংস হয়ে যেতে হতে পারে … তবে আমাদের তৈরি করা সেমিকন্ডাক্টর শিল্পের কারণে বিশ্বও ক্ষতিগ্রস্ত হবে”।
উ’র কথায়, “তাইওয়ান একা চিনের মোকাবিলা করতে পারবে না”—“China is so big, so huge”—এই বিষয়ে তাঁর ঘোষণার মাধ্যমে তাইপেইয়ের বাস্তব চিত্র স্পষ্ট হয়ে উঠে । তবে তিনি মনে করিয়ে দেন, ১৯৯৬ সালের রকেট সংকটের সময় আমেরিকা তাদের সাহায্য করেছিল; বর্তমানেও যুক্তরাষ্ট্র “মৌলিক স্বার্থ এবং সেমিকন্ডাক্টর শিল্প রক্ষার উদ্দেশ্যে” তাইওয়ানকে সমর্থন করতে চাইছে।
অধ্যাপক এবং সাইবার আন্তর্জাতিক বিশ্লেষকের মতে, তাইওয়ানের সেমিকন্ডাক্টর শিল্প বিশ্বের প্রায় সব আধুনিক প্রযুক্তিতে অপরিহার্য—এ কারণেই “আমেরিকা ও তার বন্ধুরা” চিনা আগ্রাসনের বিরুদ্ধে তাইওয়ানকে অবশ্যই রক্ষা করতে পছন্দ করবে। পরিস্থিতি তাইওয়ান প্রণালীয়ে একটি সংকট, যার প্রভাব বিশ্ব বাণিজ্য ও স্থিতিশীলতার উপর সুদূরপ্রসারী প্রতিক্রিয়া ফেলতে পারে।