০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব পাস, সৌদি আরব যে প্রতিক্রিয়া দিল

ফিলিস্তিন-ইসরায়েল সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভোটে ১৪২টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

ফ্রান্স ও সৌদি আরব প্রস্তাবটি উত্থাপন করে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিপুল সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত এই প্রস্তাব প্রমাণ করেছে যে আন্তর্জাতিক মহল ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে একতাবদ্ধ। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিরা ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার রাখে।

প্রস্তাবে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার জন্য হামাসকে দায়ী করে নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে হস্তান্তর, হামাসের অস্ত্র জমা দেওয়া এবং আটক বন্দিদের মুক্তির আহ্বান জানানো হয়।

অন্যদিকে ইসরায়েল এ ভোটকে “লজ্জাজনক” আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, কোনোদিন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। তাঁর এই অবস্থান ইসরায়েলের ভেতরেও সমালোচনা কুড়িয়েছে।
এদিকে কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলায় উত্তেজনা নতুন করে বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে বলেছেন, যুক্তরাষ্ট্রকে না জানিয়ে ওয়াশিংটনের মিত্র কাতারে এমন অভিযান।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইউপি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নার্সিং ছাত্রীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব পাস, সৌদি আরব যে প্রতিক্রিয়া দিল

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার

ফিলিস্তিন-ইসরায়েল সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভোটে ১৪২টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

ফ্রান্স ও সৌদি আরব প্রস্তাবটি উত্থাপন করে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিপুল সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত এই প্রস্তাব প্রমাণ করেছে যে আন্তর্জাতিক মহল ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে একতাবদ্ধ। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিরা ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার রাখে।

প্রস্তাবে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার জন্য হামাসকে দায়ী করে নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে হস্তান্তর, হামাসের অস্ত্র জমা দেওয়া এবং আটক বন্দিদের মুক্তির আহ্বান জানানো হয়।

অন্যদিকে ইসরায়েল এ ভোটকে “লজ্জাজনক” আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, কোনোদিন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। তাঁর এই অবস্থান ইসরায়েলের ভেতরেও সমালোচনা কুড়িয়েছে।
এদিকে কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলায় উত্তেজনা নতুন করে বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে বলেছেন, যুক্তরাষ্ট্রকে না জানিয়ে ওয়াশিংটনের মিত্র কাতারে এমন অভিযান।