দীপাবলির রাতে বাজির দৌরাত্ম্যে বিষ হল দিল্লির বাতাস, বিশ্বে দূষিত শহরের শীর্ষে ভারতীয় রাজধানী

- আপডেট : ২২ অক্টোবর ২০২৫, বুধবার
- / 74
পুবের কলম, ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীপাবলির রাতে দেদার বাজি ফাটানোর ফল ভয়াবহ। মঙ্গলবার সকালে দিল্লির বাতাস এতটাই দূষিত হয়ে ওঠে যে কয়েক মিটার দূর পর্যন্ত দেখা যাচ্ছে না কিছুই। শ্বাস নেওয়া কষ্টকর হয়ে উঠেছে রাজধানীর বাসিন্দাদের জন্য। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দিল্লির বায়ুগুণমান সূচক পৌঁছেছে ১১২১-এ, যা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় রয়েছে । কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, দিল্লির আইকিউএয়ার ছিল ৩৫১ , যা ‘খুব খারাপ’ শ্রেণিতে পড়ে। দুই সংস্থার তথ্যের পার্থক্য থাকলেও দুটিই উদ্বেগজনক।
বিশেষজ্ঞদের মতে, পার্টিকুলেট ম্যাটার, ওজোন, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইডসহ আটটি দূষণকারী পদার্থই এই বিপজ্জনক পরিস্থিতির জন্য দায়ী। শুধু দিল্লি নয়, মুম্বই পঞ্চম এবং কলকাতা অষ্টম স্থানে রয়েছে দূষণের দিক থেকে।
বিজ্ঞান ও পরিবেশ কেন্দ্রের পরামর্শদাতা মোহন জর্জ ব্যাখ্যা করেছেন, “একিউআই হল বিভিন্ন মানদণ্ডের উপর ভিত্তি করে তৈরি একটি গণনা সূচক। এটি সাধারণ মানুষের বায়ুর গুণমান সম্পর্কে বোঝার জন্য।”
আইকিউএয়ারের সাম্প্রতিক তালিকায় বিশ্বে দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর, তৃতীয় স্থানে কলকাতা এবং পঞ্চম স্থানে ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, বায়ু দূষণের কারণে প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষ প্রাণ হারাচ্ছে। দূষিত বাতাস থেকে স্ট্রোক, হৃদরোগ ও ফুসফুসের ক্যান্সারের মতো মারাত্মক অসুখের ঝুঁকি বাড়ছে প্রতিদিনই।