০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
হামলার দায় স্বীকার গোল্ডি ধিলোঁর

ফের গুলি চলল কপিল শর্মার কানাডার ক্যাফেতে

ইমামা খাতুন
  • আপডেট : ৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
  • / 16

পুবের কলম,ওয়েবডেস্ক: ফের কপিল শর্মার ক্যাফেতে গুলি চালাল গ্যাংস্টাররা। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ । জানা গেছে, কপিল শর্মার ‘ক্যাপস ক্যাফে’তে এই হামলা চালানো হয়। কানাডায় নির্মিত কৌতুকশিল্পীর এই ক্যাফেতে এর আগেও গুলি চালানো হয়। গোল্ডি ধিলোঁ  লরেন্স বিষ্ণোই গ্যাং-এর সদস্য। এই হামলার দায় স্বীকার করে সোশ্যাল সাইটে পোস্ট করে গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ। তিনি লেখেন, 

ফের গুলি চলল কপিল শর্মার কানাডার ক্যাফেতে

আরও পড়ুন: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে ফের গুলি! দায় স্বীকার খালিস্তানি গ্যাংস্টারের

অর্থাৎ  হামলার আগে কাপিল শর্মাকে আমাদের তরফে ফোন করা হয়েছিল। তবে উনি ফোন ধরেননি। তাই এই ব্যবস্থা নিয়েছি। এই ঘটনার পর যদি ও না শোনে তাহলে পরবর্তী পদক্ষেপ মুম্বাইতেই নেওয়া হবে। 

আরও পড়ুন: কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

এর আগে ৯ জুলাই গভীর রাতেও গুলি চলেছিল ‘ক্যাপস ক্যাফে’তে। সেই হামলার দায় নিয়েছিল হরজিৎ সিং লাড্ডি নামে নিষিদ্ধ খালিস্তানি জঙ্গি সংগঠন, ‘বাব্বর খালসা ইন্টারন্যাশনাল’-এর সদস্য। অর্থাৎ, এক মাসের মধ্যেই দ্বিতীয়বার গুলি চলল কপিল শর্মার এই ক্যাফেতে।  খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ আধিরকারিকরা।

আরও পড়ুন: ৩৫ শতাংশ! এবার কানাডার ওপর শুল্ক-বাণ ট্রাম্পের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হামলার দায় স্বীকার গোল্ডি ধিলোঁর

ফের গুলি চলল কপিল শর্মার কানাডার ক্যাফেতে

আপডেট : ৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: ফের কপিল শর্মার ক্যাফেতে গুলি চালাল গ্যাংস্টাররা। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ । জানা গেছে, কপিল শর্মার ‘ক্যাপস ক্যাফে’তে এই হামলা চালানো হয়। কানাডায় নির্মিত কৌতুকশিল্পীর এই ক্যাফেতে এর আগেও গুলি চালানো হয়। গোল্ডি ধিলোঁ  লরেন্স বিষ্ণোই গ্যাং-এর সদস্য। এই হামলার দায় স্বীকার করে সোশ্যাল সাইটে পোস্ট করে গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ। তিনি লেখেন, 

ফের গুলি চলল কপিল শর্মার কানাডার ক্যাফেতে

আরও পড়ুন: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে ফের গুলি! দায় স্বীকার খালিস্তানি গ্যাংস্টারের

অর্থাৎ  হামলার আগে কাপিল শর্মাকে আমাদের তরফে ফোন করা হয়েছিল। তবে উনি ফোন ধরেননি। তাই এই ব্যবস্থা নিয়েছি। এই ঘটনার পর যদি ও না শোনে তাহলে পরবর্তী পদক্ষেপ মুম্বাইতেই নেওয়া হবে। 

আরও পড়ুন: কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

এর আগে ৯ জুলাই গভীর রাতেও গুলি চলেছিল ‘ক্যাপস ক্যাফে’তে। সেই হামলার দায় নিয়েছিল হরজিৎ সিং লাড্ডি নামে নিষিদ্ধ খালিস্তানি জঙ্গি সংগঠন, ‘বাব্বর খালসা ইন্টারন্যাশনাল’-এর সদস্য। অর্থাৎ, এক মাসের মধ্যেই দ্বিতীয়বার গুলি চলল কপিল শর্মার এই ক্যাফেতে।  খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ আধিরকারিকরা।

আরও পড়ুন: ৩৫ শতাংশ! এবার কানাডার ওপর শুল্ক-বাণ ট্রাম্পের