০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিষাক্ত কফ সিরাপে ১০ শিশুর মৃত্যু, গ্রেফতার চিকিৎসক

সুস্মিতা
  • আপডেট : ৫ অক্টোবর ২০২৫, রবিবার
  • / 100

পুবের কলম ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশে ‘কোল্ডরিফ’ নামের বিষাক্ত কফ সিরাপ খেয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় সিরাপটি প্রেসক্রাইব করা চিকিৎসক ড. প্রবীণ সোনিকে গ্রেফতার করা হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, সিরাপে বিপজ্জনক রাসায়নিক ডাইথিলিন গ্লাইকল রয়েছে, যা কিডনি বিকল করে মৃত্যুর কারণ হতে পারে।সূত্রে জানা যাচ্ছে, শনিবারই এফআইআর দায়ের হয় ড. সোনির বিরুদ্ধে। সেই সঙ্গেই কফ সিরাপটির নির্মাতা স্রিসান ফার্মাসিউটিক্যালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ লিপিবদ্ধ করা হয়। একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

সিরাপটি মধ্যপ্রদেশ, তামিলনাড়ু ও রাজস্থানে নিষিদ্ধ করা হয়েছে। সিরাপ নির্মাতা সংস্থা স্রিসান ফার্মাসিউটিক্যালের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সব রাজ্যে কফ সিরাপের মান যাচাইয়ে কঠোর নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে বিরোধী দলনেতার মন্তব্য: ‘আদিবাসীরা হিন্দু নন’

শনিবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, কোল্ডরিফ সিরাপের কারণে ছিন্দওয়ারায় শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। সমগ্র মধ্যপ্রদেশে এই সিরাপের বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। সিরাপ তৈরির কারখানাটি তামিলনাড়ুর কাঞ্চিপুরমে অবস্থিত। তাই রাজ্য সরকার তামিলনাড়ু সরকারকে তদন্তের জন্য আর্জি জানিয়েছে। শনিবার সকালে রিপোর্ট পাওয়া গিয়েছে। তার ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে ৫০ হাজার ভূতুড়ে কর্মীর খোঁজ, সরকারের মধ্যে তোলপাড়

আরও পড়ুন: পুরোহিতকে মারধরের অভিযোগ BJP বিধায়কের ছেলে ও সঙ্গীদের বিরুদ্ধে 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিষাক্ত কফ সিরাপে ১০ শিশুর মৃত্যু, গ্রেফতার চিকিৎসক

আপডেট : ৫ অক্টোবর ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশে ‘কোল্ডরিফ’ নামের বিষাক্ত কফ সিরাপ খেয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় সিরাপটি প্রেসক্রাইব করা চিকিৎসক ড. প্রবীণ সোনিকে গ্রেফতার করা হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, সিরাপে বিপজ্জনক রাসায়নিক ডাইথিলিন গ্লাইকল রয়েছে, যা কিডনি বিকল করে মৃত্যুর কারণ হতে পারে।সূত্রে জানা যাচ্ছে, শনিবারই এফআইআর দায়ের হয় ড. সোনির বিরুদ্ধে। সেই সঙ্গেই কফ সিরাপটির নির্মাতা স্রিসান ফার্মাসিউটিক্যালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ লিপিবদ্ধ করা হয়। একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

সিরাপটি মধ্যপ্রদেশ, তামিলনাড়ু ও রাজস্থানে নিষিদ্ধ করা হয়েছে। সিরাপ নির্মাতা সংস্থা স্রিসান ফার্মাসিউটিক্যালের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সব রাজ্যে কফ সিরাপের মান যাচাইয়ে কঠোর নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে বিরোধী দলনেতার মন্তব্য: ‘আদিবাসীরা হিন্দু নন’

শনিবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, কোল্ডরিফ সিরাপের কারণে ছিন্দওয়ারায় শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। সমগ্র মধ্যপ্রদেশে এই সিরাপের বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। সিরাপ তৈরির কারখানাটি তামিলনাড়ুর কাঞ্চিপুরমে অবস্থিত। তাই রাজ্য সরকার তামিলনাড়ু সরকারকে তদন্তের জন্য আর্জি জানিয়েছে। শনিবার সকালে রিপোর্ট পাওয়া গিয়েছে। তার ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে ৫০ হাজার ভূতুড়ে কর্মীর খোঁজ, সরকারের মধ্যে তোলপাড়

আরও পড়ুন: পুরোহিতকে মারধরের অভিযোগ BJP বিধায়কের ছেলে ও সঙ্গীদের বিরুদ্ধে