বিহারে বিধানসভা ভোটের আগে নতুন বিতর্ক, ৮০ হাজার মুসলিম ভোটার বাদ দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে!

- আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 438
বিহারে বিধানসভা ভোটের আগে ফের উঠল ভোট চুরির অভিযোগ। এবার অভিযোগ, পূর্ব চম্পারণ জেলার ঢাকা বিধানসভা আসনের প্রায় ৮০ হাজার মুসলিম ভোটারের নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে বিজেপি। রিপোর্টার্স কালেক্টিভের তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।
অভিযোগ অনুযায়ী, দলের লেটারহেড ব্যবহার করেই স্থানীয় ও রাজ্য নির্বাচন দফতরে আর্জি জানিয়েছে বিজেপি। ঢাকার বিজেপি বিধায়ক পবনকুমার জয়সওয়ালের এক সহকারীও এ নিয়ে চিঠি দিয়েছেন। বিজেপির দাবি, উল্লিখিত ভোটাররা ভারতের নাগরিক নন।
এই ঘটনার পর কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের অভিযোগ, নির্বাচন কমিশন সব জেনেও চুপ করে আছে এবং পরোক্ষে বিজেপিকে সাহায্য করছে। কংগ্রেসের বক্তব্য—একটি কেন্দ্রেই যদি এত বড় কারচুপি হয়, তাহলে গোটা বিহারে কী ঘটছে তা সহজেই অনুমেয়।
ঢাকা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ১ অক্টোবর। তখনই স্পষ্ট হবে আসলে কতজনের নাম বাদ দেওয়া হলো। ইতিমধ্যেই বিজেপির তালিকায় থাকা কয়েকজন সংখ্যালঘু ভোটারের সঙ্গে কথা বলেছে রিপোর্টার্স কালেক্টিভ। তাঁদের অনেকেই ভোটাধিকার খর্বের এই অভিযোগ সম্পর্কে কিছুই জানতেন না।
স্থানীয় বিজেপি বিধায়ক অবশ্য এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি। উল্টে তিনি পাল্টা অভিযোগ করেছেন যে, লালুপ্রসাদের দল প্রায় ৪০ হাজার হিন্দু ভোটারের নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেছে। তবে তাঁর এই বক্তব্যের সমর্থনে কোনো প্রমাণ পাওয়া যায়নি।