১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিহার নির্বাচনের পর পশ্চিমবঙ্গে প্রচার শুরু করবেন রাহুল গান্ধী

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, রবিবার
  • / 68

 

ভারতীয় জাতীয় কংগ্রেস জানিয়েছে, বিরোধী দলনেতা ও দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী আগামী নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে পশ্চিমবঙ্গে প্রচার অভিযান শুরু করতে পারেন।

দলীয় সূত্রের খবর অনুযায়ী, আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া রাজ্য বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে ১৪ নভেম্বর।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিহার নির্বাচনের পরই রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে এসে নির্বাচনী প্রচার করবেন। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) পশ্চিমবঙ্গ পর্যবেক্ষক গুলাম আহমেদ মির শনিবার এ বিষয়ে বলেন,
“আমরা জাতীয় দল। কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে প্রচারে আসবেন। রাহুল গান্ধীর সঙ্গে বাংলার মানুষের সম্পর্ক গভীর। তবে তিনি বিহার নির্বাচনের পরই বাংলায় আসবেন।”

তিনি আরও জানান, “গত ছয় মাস ধরে আমরা রাজ্যে সাংগঠনিকভাবে শক্ত ভিত্তি গড়ে তুলছি। বুথ পর্যায়ে দলকে মজবুত করা হচ্ছে। এরপর রাহুল গান্ধী এসে বাংলার জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দেবেন ও গুরুত্বপূর্ণ ইস্যুতে বক্তব্য রাখবেন। আগামী ছয় মাস পর যখন নির্বাচন হবে, তখন বাংলার মানুষই সিদ্ধান্ত নেবে।”

রাহুল গান্ধীর সফরসূচি প্রসঙ্গে মির বলেন, “আমরা চাই তিনি নতুন বছরের আগেই পশ্চিমবঙ্গে আসুন। তবে তা নির্ভর করছে প্রদেশ কংগ্রেস কমিটির প্রস্তুতির ওপর। জেলা, ব্লক ও বুথ কমিটিগুলির গঠন নভেম্বরের মধ্যেই সম্পন্ন হবে। তখন বিহারের ভোটও শেষ হবে। এরপর রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে মনোযোগ দেবেন।”

আগামী বছরের বিধানসভা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরীর ভূমিকাও গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছেন মির। তিনি বলেন, “অধীরবাবু অভিজ্ঞ নেতা। তিনি অতীতে বহু দায়িত্ব পালন করেছেন এবং ভবিষ্যতেও দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহার নির্বাচনের পর পশ্চিমবঙ্গে প্রচার শুরু করবেন রাহুল গান্ধী

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, রবিবার

 

ভারতীয় জাতীয় কংগ্রেস জানিয়েছে, বিরোধী দলনেতা ও দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী আগামী নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে পশ্চিমবঙ্গে প্রচার অভিযান শুরু করতে পারেন।

দলীয় সূত্রের খবর অনুযায়ী, আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া রাজ্য বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে ১৪ নভেম্বর।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিহার নির্বাচনের পরই রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে এসে নির্বাচনী প্রচার করবেন। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) পশ্চিমবঙ্গ পর্যবেক্ষক গুলাম আহমেদ মির শনিবার এ বিষয়ে বলেন,
“আমরা জাতীয় দল। কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে প্রচারে আসবেন। রাহুল গান্ধীর সঙ্গে বাংলার মানুষের সম্পর্ক গভীর। তবে তিনি বিহার নির্বাচনের পরই বাংলায় আসবেন।”

তিনি আরও জানান, “গত ছয় মাস ধরে আমরা রাজ্যে সাংগঠনিকভাবে শক্ত ভিত্তি গড়ে তুলছি। বুথ পর্যায়ে দলকে মজবুত করা হচ্ছে। এরপর রাহুল গান্ধী এসে বাংলার জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দেবেন ও গুরুত্বপূর্ণ ইস্যুতে বক্তব্য রাখবেন। আগামী ছয় মাস পর যখন নির্বাচন হবে, তখন বাংলার মানুষই সিদ্ধান্ত নেবে।”

রাহুল গান্ধীর সফরসূচি প্রসঙ্গে মির বলেন, “আমরা চাই তিনি নতুন বছরের আগেই পশ্চিমবঙ্গে আসুন। তবে তা নির্ভর করছে প্রদেশ কংগ্রেস কমিটির প্রস্তুতির ওপর। জেলা, ব্লক ও বুথ কমিটিগুলির গঠন নভেম্বরের মধ্যেই সম্পন্ন হবে। তখন বিহারের ভোটও শেষ হবে। এরপর রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে মনোযোগ দেবেন।”

আগামী বছরের বিধানসভা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরীর ভূমিকাও গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছেন মির। তিনি বলেন, “অধীরবাবু অভিজ্ঞ নেতা। তিনি অতীতে বহু দায়িত্ব পালন করেছেন এবং ভবিষ্যতেও দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”