মনোনয়ন মিছিলে পুলিশের লোগো-যুক্ত গাড়ি ব্যবহারে বিতর্ক, আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগ তেজপ্রতাপ যাদবের বিরুদ্ধে

- আপডেট : ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 123
বিহার বিধানসভা নির্বাচনের আগে আবারও বিতর্কের কেন্দ্রে লালু প্রসাদ যাদবের জ্যেষ্ঠ পুত্র তেজপ্রতাপ যাদব। এবার তার বিরুদ্ধে উঠেছে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ।
প্রশাসনের অভিযোগ, মাহুয়া বিধানসভা আসনে মনোনয়ন জমা দেওয়ার সময় জনশক্তি জনতা দলের প্রার্থী তেজপ্রতাপ যাদব যে মিছিলে অংশ নেন, সেখানে তার ব্যবহৃত গাড়িতে পুলিশের লোগো ও নীল বাতি ছিল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই গাড়িটির রেজিস্ট্রেশন ব্যক্তিগত নামে, কোনো সরকারি নয়। ফলে ব্যক্তিগত গাড়িতে পুলিশের লোগো ও নীল বাতি ব্যবহারের ঘটনায় প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে তেজপ্রতাপ যাদবের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, আরজেডি থেকে সাসপেন্ড হওয়ার পর তেজপ্রতাপ নিজস্ব দল জনশক্তি জনতা দল গঠন করেন এবং আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে নিজ দলের প্রার্থী হিসেবে লড়ছেন। এই ঘটনার পর তার প্রচার কার্যক্রমে আরও চাপ তৈরি হয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা।