০৯ নভেম্বর ২০২৫, রবিবার, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি নেই, তবু পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতি বহাল রাখবে তালেবান

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ৯ নভেম্বর ২০২৫, রবিবার
  • / 47

 

স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ফলপ্রসূ না হলেও পাকিস্তানের সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি বহাল থাকবে বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার।

শনিবার এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, “পাকিস্তানের সঙ্গে পূর্বে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তাতে কোনো জটিলতা নেই। এটি বহাল থাকবে।”

তিনি আরও বলেন,“মধ্যস্থতার জন্য আমরা বন্ধুপ্রতিম দেশ কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানাই। আপাতত এর চেয়ে বেশি কিছু বলার নেই।”

তবে, পৃথক এক্স-পোস্টে মুজাহিদ অভিযোগ করেন যে, ইস্তাম্বুলে আলোচনার সময়েই পাকিস্তান আফগানিস্তানের কান্দাহার প্রদেশে হামলা চালিয়েছে। তিনি বলেন,

“আলোচনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বেসামরিক হতাহতের আশঙ্কায় আমরা পাল্টা আক্রমণ চালাইনি।”
আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, পাকিস্তানি বাহিনীর মর্টার হামলায় একটি বাণিজ্যিক বাজার ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুইজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।

সূত্রটি আরও জানায়, পাকিস্তানি বাহিনী গত বৃহস্পতিবার অন্তত দুইবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যা দুই দেশের সীমান্ত উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি নেই, তবু পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতি বহাল রাখবে তালেবান

আপডেট : ৯ নভেম্বর ২০২৫, রবিবার

 

স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ফলপ্রসূ না হলেও পাকিস্তানের সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি বহাল থাকবে বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার।

শনিবার এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, “পাকিস্তানের সঙ্গে পূর্বে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তাতে কোনো জটিলতা নেই। এটি বহাল থাকবে।”

তিনি আরও বলেন,“মধ্যস্থতার জন্য আমরা বন্ধুপ্রতিম দেশ কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানাই। আপাতত এর চেয়ে বেশি কিছু বলার নেই।”

তবে, পৃথক এক্স-পোস্টে মুজাহিদ অভিযোগ করেন যে, ইস্তাম্বুলে আলোচনার সময়েই পাকিস্তান আফগানিস্তানের কান্দাহার প্রদেশে হামলা চালিয়েছে। তিনি বলেন,

“আলোচনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বেসামরিক হতাহতের আশঙ্কায় আমরা পাল্টা আক্রমণ চালাইনি।”
আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, পাকিস্তানি বাহিনীর মর্টার হামলায় একটি বাণিজ্যিক বাজার ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুইজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।

সূত্রটি আরও জানায়, পাকিস্তানি বাহিনী গত বৃহস্পতিবার অন্তত দুইবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যা দুই দেশের সীমান্ত উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।