০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুজোতে কম চলবে মেট্রো, জানিয়েছে কর্তৃপক্ষ

আবুল খায়ের
  • আপডেট : ৪ অক্টোবর ২০২৫, শনিবার
  • / 69

পুবের কলম, ওয়েব ডেস্কঃ সোমবার ভোগান্তিতে পড়তে পারেন অফিস যাত্রীরা। কারণ, লক্ষ্মীপুজোর দিন ব্লু লাইনে ৩৬টি পরিষেবা কম চলবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ওই দিন লক্ষ্মীপুজো রয়েছে, সেই কারণে সাধারণ দিনের তুলনায় কম মেট্রো চলবে। যদিও, তাতে যাত্রীদের তেমন অসুবিধা হবে না বলেও জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

মেট্রো রেল সূত্রে খবর, কলকাতা মেট্রোর ব্লু লাইনে মোট ২৩৬টি পরিষেবা চালানো হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সাধারণ দিনে যেখানে ২৭২টি মেট্রো ট্রেন চলে, সেখানে পুজোর দিনে কিছুটা কমিয়ে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। ব্লু লাইনে ওই দিন ১১৮টি আপ এবং ১১৮টি ডাউন পরিষেবা চলবে। যদিও প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন থাকবে না,জানিয়েছে মেট্রো রেল।

আরও পড়ুন: রবিবার ইউপিএসসির প্রিলি পরীক্ষা, সকাল থেকে কবি সুভাষ-দক্ষিণেশ্বরে চলবে মেট্রো

একনজরে দেখে নিন ব্লু লাইনের কোন রুটে কখন ছাড়বে প্রথম মেট্রো:

সকাল ৬.৫০ মিনিট: নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পরিষেবা শুরু হবে।
সকাল ৬.৫৪ মিনিট: শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পরিষেবা শুরু হবে।
সকাল ৬.৫৫ মিনিট: দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পরিষেবা শুরু হবে।
সকাল ৬.৫৫ মিনিট: মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে দক্ষিণেশ্বর পরিষেবা শুরু হবে।

আরও পড়ুন: মেট্রোর কাজে বন্ধ থাকা সার্ভিস রোড খুলল ভিআইপিতে

একনজরে দেখে নিন ব্লু লাইনের কোন রুটে কখন ছাড়বে শেষ মেট্রো:

রাত ৯.২৮ মিনিট: দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়বে।
রাত ৯.৩৩ মিনিট: শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে।
রাত ৯.৪৩ মিনিট: শহিদ ক্ষুদিরাম থেকে দমদম শেষ মেট্রো ছাড়বে।

আরও পড়ুন: আগামী মাসেই হাওড়া থেকে সল্টলেক সরাসরি সরাসরি মেট্রো পরিষেবার সম্ভাবনা

গ্রিন লাইন (হাওড়া ময়দান-সেক্টর ফাইভ), ইয়েলো লাইন (নোয়াপাড়া থেকে বিমানবন্দর), পার্পল লাইন (মাঝেরহাট থেকে ডায়মন্ড পার্ক) এবং অরেঞ্জ লাইনে (শহিদ ক্ষুদিরাম-বেলেঘাটা) মেট্রোর সময়সূচিতে কোনও বদল নেই।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লক্ষ্মীপুজোতে কম চলবে মেট্রো, জানিয়েছে কর্তৃপক্ষ

আপডেট : ৪ অক্টোবর ২০২৫, শনিবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ সোমবার ভোগান্তিতে পড়তে পারেন অফিস যাত্রীরা। কারণ, লক্ষ্মীপুজোর দিন ব্লু লাইনে ৩৬টি পরিষেবা কম চলবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ওই দিন লক্ষ্মীপুজো রয়েছে, সেই কারণে সাধারণ দিনের তুলনায় কম মেট্রো চলবে। যদিও, তাতে যাত্রীদের তেমন অসুবিধা হবে না বলেও জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

মেট্রো রেল সূত্রে খবর, কলকাতা মেট্রোর ব্লু লাইনে মোট ২৩৬টি পরিষেবা চালানো হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সাধারণ দিনে যেখানে ২৭২টি মেট্রো ট্রেন চলে, সেখানে পুজোর দিনে কিছুটা কমিয়ে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। ব্লু লাইনে ওই দিন ১১৮টি আপ এবং ১১৮টি ডাউন পরিষেবা চলবে। যদিও প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন থাকবে না,জানিয়েছে মেট্রো রেল।

আরও পড়ুন: রবিবার ইউপিএসসির প্রিলি পরীক্ষা, সকাল থেকে কবি সুভাষ-দক্ষিণেশ্বরে চলবে মেট্রো

একনজরে দেখে নিন ব্লু লাইনের কোন রুটে কখন ছাড়বে প্রথম মেট্রো:

সকাল ৬.৫০ মিনিট: নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পরিষেবা শুরু হবে।
সকাল ৬.৫৪ মিনিট: শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পরিষেবা শুরু হবে।
সকাল ৬.৫৫ মিনিট: দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পরিষেবা শুরু হবে।
সকাল ৬.৫৫ মিনিট: মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে দক্ষিণেশ্বর পরিষেবা শুরু হবে।

আরও পড়ুন: মেট্রোর কাজে বন্ধ থাকা সার্ভিস রোড খুলল ভিআইপিতে

একনজরে দেখে নিন ব্লু লাইনের কোন রুটে কখন ছাড়বে শেষ মেট্রো:

রাত ৯.২৮ মিনিট: দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়বে।
রাত ৯.৩৩ মিনিট: শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে।
রাত ৯.৪৩ মিনিট: শহিদ ক্ষুদিরাম থেকে দমদম শেষ মেট্রো ছাড়বে।

আরও পড়ুন: আগামী মাসেই হাওড়া থেকে সল্টলেক সরাসরি সরাসরি মেট্রো পরিষেবার সম্ভাবনা

গ্রিন লাইন (হাওড়া ময়দান-সেক্টর ফাইভ), ইয়েলো লাইন (নোয়াপাড়া থেকে বিমানবন্দর), পার্পল লাইন (মাঝেরহাট থেকে ডায়মন্ড পার্ক) এবং অরেঞ্জ লাইনে (শহিদ ক্ষুদিরাম-বেলেঘাটা) মেট্রোর সময়সূচিতে কোনও বদল নেই।