সমঝে চলতে হবে, ভারতকে হুমকি আমেরিকার বাণিজ্য সচিবের!

- আপডেট : ১ অক্টোবর ২০২৫, বুধবার
- / 79
ভারত-আমেরিকা বাণিজ্য টানাপোড়েন আরও তীব্র হচ্ছে। রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছে আমেরিকা। এই ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে এসেছে।
রবিবার কার্যত হুমকির সুরে মার্কিন বাণিজ্য সচিব হোয়ার্ড লুটনিক বলেন, “ভারতসহ বেশ কয়েকটি দেশকে বোঝাতে হবে। আমেরিকার ক্ষতি হয়—এমন কোনও পদক্ষেপ যেন তারা না নেয়।” তিনি সতর্ক করেন, আমেরিকার বাজারে ব্যবসা করতে চাইলে দেশগুলিকে সরাসরি ট্রাম্পের সঙ্গে “খেলতে হবে।”
এর আগে লুটনিক দাবি করেছিলেন, শুল্কচাপে ভারত শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় বাধ্য হবে। তাঁর মতে, কিছুদিন পরেই ভারতের ব্যবসায়ীরা সরকারকে চাপ দেবেন, আর তখন দিল্লির আর কোনো উপায় থাকবে না।
তবে এই চাপের মধ্যেই ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে রাশিয়া। জাতিসংঘে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ভারতের অবস্থানকে সমর্থন জানিয়ে বলেন, “ভারতের আত্মসম্মান আছে, তারা নিজের অংশীদার নিজেরাই বেছে নেয়। ভারত-রাশিয়া সম্পর্ক নিয়ে কোনো আশঙ্কার কারণ নেই।”