হোয়াটসঅ্যাপ গ্রুপকে ব্যবহার করে বড় সাইবার প্রতারণা! ২০০ কোটির লোভে চিকিৎসকের ১৫ কোটি হাপিস
- আপডেট : ২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: কয়লাখনি অঞ্চলে শেয়ারবাজারে বিনিয়োগের নামে হোয়াটসঅ্যাপ গ্রুপকে ব্যবহার করে সংঘটিত হল সবচেয়ে বড় সাইবার প্রতারণা। আসানসোল সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়েরের পরেই বিষয়টি সামনে আসে। রানিগঞ্জের রামবাগানের বাসিন্দা এক শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসককে প্রায় এক মাস ধরে ২০০ কোটি টাকা লাভের প্রলোভন দেখিয়ে ১৫ কোটি ৮৩ লক্ষ ৯০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে সাইবার জালিয়াতরা।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৪ অক্টোবর থেকে ২৫ নভেম্বর ২০২৫-এর মধ্যে ওই চিকিৎসক ‘মোনার্ক ভিআইপি’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের নির্দেশে বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করেন। ট্রেডিং অ্যাকাউন্টে ২০০ কোটি টাকার মতো ব্যালান্স দেখেই তিনি টাকা তুলতে যান। তখন প্রতারকেরা কমিশন বাবদ আরও ১২.৫ কোটি টাকা দাবি করে। এর পরেই প্রতারণার বিষয়টি বুঝে চিকিৎসক জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ জানান।
তদন্তে উঠে এসেছে, ২৩ অক্টোবর চিকিৎসককে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে ব্যক্তিগত তথ্য শেয়ার করতে বলা হয়। তাকে একটি অ্যাপ ডাউনলোড করানো হয়। ২৪ অক্টোবর তিনি প্রথমে ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন, যা ট্রেডিং অ্যাপ ও অ্যাকাউন্টে প্রতিফলিতও হয়। এতে বিশ্বাস বাড়ে। এরপর গ্রুপের অ্যাডমিনরা বিশ্বাস অর্জনের জন্য নকল SEBI রেজিস্ট্রেশনের মতো জাল নথিও দেয়।
আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ইতিহাসে এটিই সবচেয়ে বড় সাইবার জালিয়াতির ঘটনা বলে পুলিশ জানিয়েছে। তদন্ত চলছে, অপরাধীদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে সাইবার ক্রাইম শাখা।


















