পুরুলিয়ায় বাজ পড়ে মৃত ১ মহিলা শ্রমিক, আহত ৪

- আপডেট : ২০ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
- / 82
পুবের কলম,ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফাজা চলছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। রাজ্যের একাংশ শিলা বৃষ্টিরও সাক্ষী থেকেছে। সঙ্গে দোসর ঝোড়ো হাওয়া। আর তাতেই ঘটল বিপত্তি। মর্মান্তিক মৃত্যু হল এক মহিলা শ্রমিকের। ইটভাটায় কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু এক মহিলা শ্রমিকের। জানা গেছে, বাজ পড়ে মৃত্যু হয়েছে তাঁর। ঘটনায় জখম হয়েছেন আরও চার শ্রমিক। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বোরো থানা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম জবা মুদি। বয়স ৩১ বছর। জেলার বোরো থানার আঁকরোর মুদিডি এলাকার বাসিন্দা। ঘটনায় জখম হয়েছেন, সুমি মুদি, সুরা মুর্মু, প্রকাশ কর্মকার ও বাসন্তি মুদি। প্রাথমিকভাবে তাঁদের সকলকে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা সেখানেই চিকিৎসাধীন। সকাল থেকেই মুখ ভারী ছিল আকশের। তবে আচমকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। সেই আবহেই কাজ করছিলেন পাঁচ শ্রমিক। সেই সময় বাজ পড়ে মারা যান মহিলা।