নাগরিকদের নিরাপত্তার জন্য ১০টি উপগ্রহ কাজ করছে: ইসরোর চেয়ারম্যান

- আপডেট : ১২ মে ২০২৫, সোমবার
- / 103
পুবের কলম, ওয়েবডেস্ক: দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কমপক্ষে ১০টি উপগ্রহ সর্বক্ষণ কাজ করছে বলে জানালেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন। রবিবার ইম্ফলে কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে দেশের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরেন ইসরোর চেয়ারম্যান। তিনি বলেন, “আপনারা সকলেই আমাদের প্রতিবেশীদের সম্পর্কে জানেন। যদি আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হয়, তাহলে আমাদের উপগ্রহের মাধ্যমে পরিষেবা প্রদান করতে হবে। আমাদের ৭,০০০ কিলোমিটার সমুদ্র উপকূলীয় অঞ্চল পর্যবেক্ষণ করতে হবে। আমাদের সমগ্র উত্তর অংশের উপর ধারাবাহিকভাবে নজর রাখতে হবে। উপগ্রহ এবং ড্রোন প্রযুক্তি ছাড়া আমরা তা অর্জন করতে পারব না।”
গত কয়েকদিন ধরে উত্তর ও পশ্চিম সীমান্তে সংঘর্ষের ফলে উত্তেজনা ছড়ায়। ১১ এবং ১২ মে রাতে অঞ্চলটি শান্তিপূর্ণ ছিলে বলে জানিয়েছে সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীর এবং আন্তর্জাতিক সীমান্তের অন্যান্য জায়গা শান্ত ছিল এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সেনাবাহিনী। প্রত্যাঘাত হিসাবে ভারতীয় সেনা বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে ১১টি বিমান ঘাঁটি ধ্বংস করার পাশাপাশি পাকিস্তানের সামরিক ক্ষতি সাধন করেছে বলে জানানো হয়েছে।