পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলায় দ্রুত ১০০ দিনের কাজ শুরু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ জানায়, মনরেগা প্রকল্পের কাজ যত দ্রুত সম্ভব শুরু করতে হবে রাজ্যে। একই সঙ্গে কেন্দ্রকে রাজ্যের দাবি করা ৪,৫৬৮ কোটি টাকার বকেয়া বিষয়ে আদালতে হলফনামা জমা দিতে বলা হয়েছে। গত তিন বছর ধরে রাজ্যে বন্ধ রয়েছে ‘মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম’ বা ১০০ দিনের কাজ। রাজ্যের দাবি, কেন্দ্রীয় অর্থ বন্ধের কারণেই প্রকল্প স্থগিত রয়েছে। এই বিষয়ে কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েন গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। গত ২৭ অক্টোবর সর্বোচ্চ আদালত হাইকোর্টের আগের নির্দেশ বহাল রাখে। এদিনের নির্দেশে হাইকোর্ট জানায়, ১০০ দিনের কাজ শুরু করতে আর বিলম্ব নয়। মামলার পরবর্তী শুনানি এক মাস পর হবে।
০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
বাংলায় দ্রুত শুরু করতে হবে ১০০ দিনের কাজ, বকেয়া নিয়ে কেন্দ্রকে হলফনামা দিতে নির্দেশ হাইকোর্টের
-
কিবরিয়া আনসারি - আপডেট : ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার
- 200
ট্যাগ :
100-day Centre to file affidavit High court orders regarding arrears started quickly in Bengal work must be
সর্বধিক পাঠিত



























