১০০ দিনের কাজ: ভুয়ো জবকার্ড বাতিল ও গ্রেফতারি নিয়ে রাজ্যওয়ারি পরিসংখ্যান, শীর্ষে উত্তরপ্রদেশ

- আপডেট : ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 295
পুবের কলম ওয়েবডেস্ক: গত তিনটি অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজ (MGNREGA) প্রকল্পে ভুয়ো জবকার্ড বাতিল ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার সংক্রান্ত রাজ্যওয়ারি তথ্য উঠে এসেছে কেন্দ্রের পরিসংখ্যানে। তথ্য বলছে, এই তালিকায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। অনেক পিছনে রয়েছে পশ্চিমবঙ্গ, যেখানে গত তিন বছর ধরেই প্রকল্পের অর্থ বরাদ্দ বন্ধ রয়েছে।
২০২২–২৩ অর্থবর্ষে সারা দেশে বাতিল হওয়া ভুয়ো জবকার্ড: ৭,৫৯,৩৬২টি।
উত্তরপ্রদেশে বাতিল: ২,৯৯,৩৫৪টি, পশ্চিমবঙ্গে বাতিল: ৫,২৬৩টি
২০২৩–২৪ অর্থবর্ষে উত্তরপ্রদেশে বাতিল: ১,৪৭,৩৯৭টি,
পশ্চিমবঙ্গে বাতিল: ৭১৯টি
২০২৪–২৫ অর্থবর্ষে (চলতি) উত্তরপ্রদেশে বাতিল: ৩,৪২১টি,
পশ্চিমবঙ্গে বাতিল: মাত্র ২টি
এই তালিকায় মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগড়, ওড়িশা প্রভৃতি রাজ্যও ভুয়ো জবকার্ড বাতিলের সংখ্যায় পশ্চিমবঙ্গের বহু আগেই রয়েছে। তা সত্ত্বেও, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ২০২২-২৩ অর্থবর্ষ থেকে কেন্দ্র ১০০ দিনের কাজের অর্থ বরাদ্দ সম্পূর্ণ বন্ধ রেখেছে।
এই অর্থবরাদ্দ বন্ধের বিষয়ে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করেছে কেন্দ্রের বিরুদ্ধে। তাদের বক্তব্য, ভুয়ো জবকার্ডের সংখ্যা যেখানে বাংলায় তুলনামূলকভাবে অতি কম, সেখানে বরাদ্দ বন্ধ রাখা আসলে ‘রাজনৈতিক প্রতিহিংসা’।
২০২৪ সালের লোকসভা ভোটে এই ‘বঞ্চনা’কে অন্যতম প্রধান ইস্যু করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভায় বারবার তুলে ধরেছেন, বাংলার প্রাপ্য টাকা আটকে রেখে ‘বিজেপি বাংলার গরিব মানুষকে ভাতে মারার ষড়যন্ত্র করছে’।
সর্বশেষ ২১ জুলাইয়ের শহিদ দিবসের সভা থেকেও তৃণমূল নেতৃত্ব সুর চড়িয়েছে। অভিযোগ তুলেছে, ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনার মতো বহু কেন্দ্রীয় প্রকল্পে পশ্চিমবঙ্গের বরাদ্দ আটকে রেখেছে কেন্দ্র। অথচ অন্য রাজ্যেও দুর্নীতি বা ভুয়ো জবকার্ডের সংখ্যা বাংলার চেয়ে অনেক বেশি হলেও সেখানকার বরাদ্দ বন্ধ হয়নি।
তৃণমূলের দাবি, এই আচরণ প্রমাণ করে, এটি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বঞ্চনা’। কেন্দ্র কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গকে শাস্তি দিচ্ছে—এই প্রশ্ন এখন রাজনৈতিক মহলে তীব্র আলোচনার বিষয় হয়ে উঠেছে।