২১ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০০

আবুল খায়ের
  • আপডেট : ১৫ জুন ২০২৫, রবিবার
  • / 250

পুবের কলম, ওয়েব ডেস্কঃ নাইজেরিয়ার মধ্যাঞ্চলের বেনু রাজ্যের ইয়েলোয়াটা শহরে এক ভয়াবহ বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০০ জন। শুক্রবার (১৩ জুন) গভীর রাত থেকে শনিবার (১৪ জুন) সকাল পর্যন্ত চলে এই নারকীয় হামলা। অনেকেই এখনো নিখোঁজ, অসংখ্য ঘরবাড়ি পুড়িয়ে ছাই করে দিয়েছে হামলাকারীরা।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানিয়েছে, বেনু রাজ্যে প্রতিদিনই প্রায় রক্তাক্ত সংঘাত ঘটছে, যার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না নাইজেরিয়ার সরকার। হামলার পর বহু মানুষ নিখোঁজ। আহতদের অনেকেই সঠিক চিকিৎসা পাচ্ছেন না। অনেক পরিবারকে তাদের ঘরে আটকে রেখে পুড়িয়ে মারা হয়েছে।

আরও পড়ুন: ফজরের নামাজের সময় নাইজেরিয়ার মসজিদে দুষ্কৃতীদের হামলা, মৃত বহু

রাজ্যের গভর্নরের দফতরের মুখপাত্র টেরসু কুলা জানিয়েছেন, হামলাটি প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়েছিল এবং বহু ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। যদিও সরকারি হিসেবে মৃতের সংখ্যা ৪৫ বলে জানানো হয়েছে, স্থানীয়রা বলছেন নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় ভয়াবহ বন্যা, মৃত ১৫০-র বেশি

বেনু প্রদেশ নাইজেরিয়ার তথাকথিত ‘মিডল বেল্ট’-এর অংশ, যেখানে উত্তরের মুসলিম জনগোষ্ঠী এবং দক্ষিণের খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলের মধ্যে সাংßৃñতিক ও ধর্মীয় সংমিশ্রণ রয়েছে। এই অঞ্চলে জমি নিয়ে দীর্ঘদিন ধরেই কৃষক ও পশুপালকদের মধ্যে বিরোধ চলছে। কৃষকরা চাষের জমি রক্ষা করতে চাইছেন, আর পশুপালকেরা গবাদিপশুর চারণভূমি খুঁজছেন। এই বিরোধের সঙ্গে ধর্মীয় ও জাতিগত উত্তেজনা যোগ হয়ে পরিস্থিতি ক্রমেই আরও জটিল ও সহিংস হয়ে উঠছে।

আরও পড়ুন: সশস্ত্র গোষ্ঠীর হামলায় মৃত শতাধিক, সমালোচনার মুখে নাইজেরিয়ান সরকার

রয়টার্স আরও জানায়, গত মাসেও বেনুর গোয়ের ওয়েস্ট এলাকায় ধারাবাহিক হামলায় অন্তত ৪২ জন নিহত হন, যাদেরকে সন্দেহভাজন পশুপালকরা গুলি করে হত্যা করে। এসবিএম ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে এ পর্যন্ত বেনু এবং আশপাশের এলাকায় এ ধরনের সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫০০ জন। পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২২ লাখ মানুষ, যাদের জীবন এখন চরম অনিশ্চয়তার মধ্যে কাটছে।

অ্যামনেস্টি হুঁশিয়ারি দিয়েছে, এই সহিংসতা অব্যাহত থাকলে আরও বহু প্রাণহানি ঘটবে এবং খাদ্য সংকট চরমে পৌঁছাতে পারে। তারা নাইজেরিয়া সরকারের কাছে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে, যেন সাধারণ মানুষের জীবন ও জীবিকা রক্ষা পায়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০০

আপডেট : ১৫ জুন ২০২৫, রবিবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ নাইজেরিয়ার মধ্যাঞ্চলের বেনু রাজ্যের ইয়েলোয়াটা শহরে এক ভয়াবহ বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০০ জন। শুক্রবার (১৩ জুন) গভীর রাত থেকে শনিবার (১৪ জুন) সকাল পর্যন্ত চলে এই নারকীয় হামলা। অনেকেই এখনো নিখোঁজ, অসংখ্য ঘরবাড়ি পুড়িয়ে ছাই করে দিয়েছে হামলাকারীরা।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানিয়েছে, বেনু রাজ্যে প্রতিদিনই প্রায় রক্তাক্ত সংঘাত ঘটছে, যার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না নাইজেরিয়ার সরকার। হামলার পর বহু মানুষ নিখোঁজ। আহতদের অনেকেই সঠিক চিকিৎসা পাচ্ছেন না। অনেক পরিবারকে তাদের ঘরে আটকে রেখে পুড়িয়ে মারা হয়েছে।

আরও পড়ুন: ফজরের নামাজের সময় নাইজেরিয়ার মসজিদে দুষ্কৃতীদের হামলা, মৃত বহু

রাজ্যের গভর্নরের দফতরের মুখপাত্র টেরসু কুলা জানিয়েছেন, হামলাটি প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়েছিল এবং বহু ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। যদিও সরকারি হিসেবে মৃতের সংখ্যা ৪৫ বলে জানানো হয়েছে, স্থানীয়রা বলছেন নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় ভয়াবহ বন্যা, মৃত ১৫০-র বেশি

বেনু প্রদেশ নাইজেরিয়ার তথাকথিত ‘মিডল বেল্ট’-এর অংশ, যেখানে উত্তরের মুসলিম জনগোষ্ঠী এবং দক্ষিণের খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলের মধ্যে সাংßৃñতিক ও ধর্মীয় সংমিশ্রণ রয়েছে। এই অঞ্চলে জমি নিয়ে দীর্ঘদিন ধরেই কৃষক ও পশুপালকদের মধ্যে বিরোধ চলছে। কৃষকরা চাষের জমি রক্ষা করতে চাইছেন, আর পশুপালকেরা গবাদিপশুর চারণভূমি খুঁজছেন। এই বিরোধের সঙ্গে ধর্মীয় ও জাতিগত উত্তেজনা যোগ হয়ে পরিস্থিতি ক্রমেই আরও জটিল ও সহিংস হয়ে উঠছে।

আরও পড়ুন: সশস্ত্র গোষ্ঠীর হামলায় মৃত শতাধিক, সমালোচনার মুখে নাইজেরিয়ান সরকার

রয়টার্স আরও জানায়, গত মাসেও বেনুর গোয়ের ওয়েস্ট এলাকায় ধারাবাহিক হামলায় অন্তত ৪২ জন নিহত হন, যাদেরকে সন্দেহভাজন পশুপালকরা গুলি করে হত্যা করে। এসবিএম ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে এ পর্যন্ত বেনু এবং আশপাশের এলাকায় এ ধরনের সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫০০ জন। পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২২ লাখ মানুষ, যাদের জীবন এখন চরম অনিশ্চয়তার মধ্যে কাটছে।

অ্যামনেস্টি হুঁশিয়ারি দিয়েছে, এই সহিংসতা অব্যাহত থাকলে আরও বহু প্রাণহানি ঘটবে এবং খাদ্য সংকট চরমে পৌঁছাতে পারে। তারা নাইজেরিয়া সরকারের কাছে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে, যেন সাধারণ মানুষের জীবন ও জীবিকা রক্ষা পায়।