২৪ ঘণ্টায় গাজার ১১২ জল কেন্দ্রে হামলা, নিহত ৭০০

- আপডেট : ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 40
পুবের কলম,ওয়েবডেস্ক: গত ২৪ ঘণ্টায় গাজার ১১২ জল কেন্দ্রে হামলা। নিহত কমপক্ষে ৭০০। ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় শতাধিকবার বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। রবিবার থেকে আজ পর্যন্ত ১১২টি পানি সরবরাহ কেন্দ্রে হামলা করে সাত শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে সেনারা। তাদের হামলায় ৭২০টি জলের কূপ ধ্বংস হয়ে গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, অনাহারের পর এবার জলের তৃষ্ণায় হত্যাযজ্ঞ বাস্তবায়ন করছে ইসরাইল।
আলজাজিরা সূত্রে খবর, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করছে নেতানিয়াহুর বাহিনী। তারা গাজাবাসীকে হত্যায় নতুন নতুন কৌশল নিচ্ছে। ক্ষুধার্তদের খাবারের প্রলোভন দেখিয়ে হত্যা করার ঘটনা প্রতিদিনই ঘটছে। সর্বশেষ জল সরবরাহ কেন্দ্রে হামলা করে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এ পর্যন্ত কমপক্ষে ৩৬০ জন চিকিৎসা কর্মীকে গ্রেফতার করেছে ইসরাইল।
সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে জল আনতে গিয়ে এক শহিদের বাবা জানিয়েছেন, আমার দুধের শিশু জল খাওয়ার জন্য কাতর হয়ে ছিল। আমাদের না জানিয়েই বাইরে চলে যায়। শুধু জল মুখে দেবে তার আগেই ওকে গুলি করে মারে ইসরাইলি বাহিনী।
এখনও পর্যন্ত পরিকল্পিত ‘তৃষ্ণার্ত যুদ্ধ’-এর অংশ হিসেবে জলের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর হামলায় ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী ১১২টি মিঠা জল সরবরাহ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। এতে ৭২০টি জলের কূপ ধ্বংস হয়ে যায়। এগুলোর পরিষেবা বন্ধ হয়ে গেছে। সাড়ে ১২ লক্ষের বেশি মানুষ বিশুদ্ধ পানির সুবিধা বঞ্চিত।