০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জম্মু-কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে মৃত অন্তত ১২

মারুফা খাতুন
  • আপডেট : ১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
  • / 100

পুবের কলম ওয়েবডেস্ক : উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরের চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির জেরে বিরাট দুর্যোগ। মেঘভাঙা বৃষ্টির জেরে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে  খবর। হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।

এই চাসোটি থেকেই মাছাইল মাতা যাত্রা শুরু হয়। মেঘ ভাঙা বৃষ্টির জেরেই এই ব্যাপক ক্ষয়ক্ষতি। বেশ কয়েকটি রাস্তা একেবারেই ধ্বংস হয়ে গিয়েছে।  এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি কিশ্তওয়ারের ডিসির সঙ্গে কথা বলেছেন। এমনকি স্থানীয়  বিধায়কের সঙ্গেও কথা বলেছেন।

আরও পড়ুন: বন্যা দুর্গতদের জন্য ত্রাণের দাবি J&K Congress-এর

এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘চাসোটি এলাকায় বিরাট মেঘভাঙা বৃষ্টি হয়েছে। আর  তার জেরে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। প্রশাসনের তরফ থেকে উদ্ধারকারী দল পাঠানো  হয়েছে ঘটনাস্থলে। উদ্ধার করার পরে আহতদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে’।

আরও পড়ুন: ৫ রাজ্য ও জম্মু-কাশ্মীরে এনআইএ-র তল্লাশি অভিযান

সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা, পুলিশ সকলকেই উদ্ধারকাজে শামিল হতে নির্দেশ দিয়েছেন। আপাতত প্রশাসনের পক্ষ থেকে কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে বা প্রাকৃতিক বিপর্যয়ে কতজনের মৃত্যু হয়েছে, সেইদিকটি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: জম্মু ও কাশ্মীর পরিদর্শনে অমিত শাহ

এই ঘটনায় আপাতত ১২ জনের মৃত্যু হয়েছে। মনে করা হচ্ছে, পরিস্থিতি গুরতর হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ফলত চাসোটি এলাকার একাধিক সড়ক নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ছবি প্রকাশ্যে এসেছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জম্মু-কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে মৃত অন্তত ১২

আপডেট : ১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক : উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরের চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির জেরে বিরাট দুর্যোগ। মেঘভাঙা বৃষ্টির জেরে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে  খবর। হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।

এই চাসোটি থেকেই মাছাইল মাতা যাত্রা শুরু হয়। মেঘ ভাঙা বৃষ্টির জেরেই এই ব্যাপক ক্ষয়ক্ষতি। বেশ কয়েকটি রাস্তা একেবারেই ধ্বংস হয়ে গিয়েছে।  এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি কিশ্তওয়ারের ডিসির সঙ্গে কথা বলেছেন। এমনকি স্থানীয়  বিধায়কের সঙ্গেও কথা বলেছেন।

আরও পড়ুন: বন্যা দুর্গতদের জন্য ত্রাণের দাবি J&K Congress-এর

এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘চাসোটি এলাকায় বিরাট মেঘভাঙা বৃষ্টি হয়েছে। আর  তার জেরে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। প্রশাসনের তরফ থেকে উদ্ধারকারী দল পাঠানো  হয়েছে ঘটনাস্থলে। উদ্ধার করার পরে আহতদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে’।

আরও পড়ুন: ৫ রাজ্য ও জম্মু-কাশ্মীরে এনআইএ-র তল্লাশি অভিযান

সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা, পুলিশ সকলকেই উদ্ধারকাজে শামিল হতে নির্দেশ দিয়েছেন। আপাতত প্রশাসনের পক্ষ থেকে কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে বা প্রাকৃতিক বিপর্যয়ে কতজনের মৃত্যু হয়েছে, সেইদিকটি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: জম্মু ও কাশ্মীর পরিদর্শনে অমিত শাহ

এই ঘটনায় আপাতত ১২ জনের মৃত্যু হয়েছে। মনে করা হচ্ছে, পরিস্থিতি গুরতর হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ফলত চাসোটি এলাকার একাধিক সড়ক নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ছবি প্রকাশ্যে এসেছে।