০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

১২৫ ফুট লম্বা, জন্মদিবসেই উন্মোচিত আম্বেদকরের দীর্ঘতম মূর্তি

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, শুক্রবার
  • / 8

পুবের কলম,ওয়েবডেস্ক: বি আর আম্বেদকরের জন্মদিবসেই তাঁর ১২৫ ফুট লম্বা মূর্তি উন্মোচন হল তেলেঙ্গানায়। শুক্রবার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আম্বেদকরের প্রপৌত্র।

হায়দরাবাদের বিখ্যাত হুসেন সাগর লেকের পাশেই আম্বেদকরের প্রতি সম্মান জানিয়ে এই সুউচ্চ কাঠামোটি তৈরি করা হয়েছে। শুধু মূর্তিটির  মাপজোকের কাজ শেষ করতেই দীর্ঘ দু’বছর সময় লেগেছে বলেই জানা গেছে। আর তারপরেই শুরু হয় এই প্রকল্পের কাজ।

নির্মাণ কাজটি সম্পন্ন করেছেন পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত শিল্পী রাম ভানজি সুতার। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর এই শিল্পীর হাতে মূর্তি তৈরির  দায়িত্বভার তুলে দিয়েছিলেন।  রাজ্যের সরকার সহ সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে শিল্পী সুতারের তৈরি আম্বেদকরের এই মূর্তি। উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাম ভানজি সুতার।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১২৫ ফুট লম্বা, জন্মদিবসেই উন্মোচিত আম্বেদকরের দীর্ঘতম মূর্তি

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, শুক্রবার

পুবের কলম,ওয়েবডেস্ক: বি আর আম্বেদকরের জন্মদিবসেই তাঁর ১২৫ ফুট লম্বা মূর্তি উন্মোচন হল তেলেঙ্গানায়। শুক্রবার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আম্বেদকরের প্রপৌত্র।

হায়দরাবাদের বিখ্যাত হুসেন সাগর লেকের পাশেই আম্বেদকরের প্রতি সম্মান জানিয়ে এই সুউচ্চ কাঠামোটি তৈরি করা হয়েছে। শুধু মূর্তিটির  মাপজোকের কাজ শেষ করতেই দীর্ঘ দু’বছর সময় লেগেছে বলেই জানা গেছে। আর তারপরেই শুরু হয় এই প্রকল্পের কাজ।

নির্মাণ কাজটি সম্পন্ন করেছেন পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত শিল্পী রাম ভানজি সুতার। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর এই শিল্পীর হাতে মূর্তি তৈরির  দায়িত্বভার তুলে দিয়েছিলেন।  রাজ্যের সরকার সহ সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে শিল্পী সুতারের তৈরি আম্বেদকরের এই মূর্তি। উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাম ভানজি সুতার।