৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, জানালো কমিশন

চামেলি দাস
  • আপডেট : ৩০ মে ২০২৫, শুক্রবার
  • / 104

পুবের কলম ওয়েবডেস্ক: নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য মোতায়েন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়নের সিদ্ধান্ত। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানানো হয়েছে। যদিও উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদের জয় নিশ্চিত ভেবে কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গকে কোন পাত্তা দিতেই নারাজ তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত, ২০২৬-এ বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে এই উপনির্বাচনের ফলাফল দিয়ে সাংগঠনিক শক্তি পরখ করে নিতে চলেছে তৃণমূল শিবির। এই আবহে নির্বাচন কমিশন সূত্রে খবর, নদিয়ার কালীগঞ্জ কেন্দ্রে নির্বাচনের জন্য আপাতত ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরে এই সংখ্যা বাড়ানো হতে পারে। কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকেই ঢুকবে কেন্দ্রীয় বাহিনী। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানোও হতে পারে।

আরও পড়ুন: মনোনয়ন জমা দিলেন আলিফা, মনে পড়ছে বাবার স্মৃতি

প্রসঙ্গত, ১৯ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের প্রয়াণে কালীগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন হবে। বাংলার কালীগঞ্জ বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের হাতেই ছিল। উপনির্বাচনেও আবার সেই আসন তৃণমূল কংগ্রেসের হাতেই থাকবে বলে দাবি রাজ্যের শাসকদলের নেতাদের। এই নির্বাচনে তাই ভোটসংখ্যা বাড়ানোই লক্ষ্য তৃণমূল কংগ্রেসের। এই উপনির্বাচনে যত বেশি সম্ভব ভোট নিজেদের বাক্সে নিয়ে আসা সেদিকেই টার্গেট শাসকদলের। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস কালীগঞ্জ বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছে ।

আরও পড়ুন: বাংলার একটি উপনির্বাচন কেন্দ্রে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

আরও পড়ুন: Pahalgam Terror Attack: শহিদ জওয়ান ঝন্টু আলির পাথরঘাটা গ্রামে কান্নার প্রতিধ্বনি 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, জানালো কমিশন

আপডেট : ৩০ মে ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য মোতায়েন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়নের সিদ্ধান্ত। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানানো হয়েছে। যদিও উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদের জয় নিশ্চিত ভেবে কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গকে কোন পাত্তা দিতেই নারাজ তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত, ২০২৬-এ বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে এই উপনির্বাচনের ফলাফল দিয়ে সাংগঠনিক শক্তি পরখ করে নিতে চলেছে তৃণমূল শিবির। এই আবহে নির্বাচন কমিশন সূত্রে খবর, নদিয়ার কালীগঞ্জ কেন্দ্রে নির্বাচনের জন্য আপাতত ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরে এই সংখ্যা বাড়ানো হতে পারে। কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকেই ঢুকবে কেন্দ্রীয় বাহিনী। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানোও হতে পারে।

আরও পড়ুন: মনোনয়ন জমা দিলেন আলিফা, মনে পড়ছে বাবার স্মৃতি

প্রসঙ্গত, ১৯ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের প্রয়াণে কালীগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন হবে। বাংলার কালীগঞ্জ বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের হাতেই ছিল। উপনির্বাচনেও আবার সেই আসন তৃণমূল কংগ্রেসের হাতেই থাকবে বলে দাবি রাজ্যের শাসকদলের নেতাদের। এই নির্বাচনে তাই ভোটসংখ্যা বাড়ানোই লক্ষ্য তৃণমূল কংগ্রেসের। এই উপনির্বাচনে যত বেশি সম্ভব ভোট নিজেদের বাক্সে নিয়ে আসা সেদিকেই টার্গেট শাসকদলের। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস কালীগঞ্জ বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছে ।

আরও পড়ুন: বাংলার একটি উপনির্বাচন কেন্দ্রে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

আরও পড়ুন: Pahalgam Terror Attack: শহিদ জওয়ান ঝন্টু আলির পাথরঘাটা গ্রামে কান্নার প্রতিধ্বনি