২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অনুব্রতর ‘১৪ দিনের আবেদন’, সময় দেওয়া হবে কি, পরে জানাচ্ছি বললেন তদন্তকারী অফিসার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ অগাস্ট ২০২২, বুধবার
  • / 116

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের হাজিরা এড়ালেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অসুস্থতার কারণ দেখিয়ে দশম জেরাও এড়ালেন অনুব্রত। এদিকে আজই সিবিআই দফতরে চিঠির সঙ্গে দুটি প্রেসক্রিপসন জমা দিয়েছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। তদন্তকারী অফিসাররের সঙ্গে আইনজীবীর দীর্ঘক্ষণ কথা হয়। আইনজীবীর তরফ থেকে তদন্তকারীর কাছে হাজিরার জন্য ১৪ দিনের সময় চেয়ে নেওয়া হয়। তবে এখনও ‘১৪ দিনের আবেদনকে’ শিলমোহর দেয়নি সিবিআই।

জানা গেছে প্রেসক্রিপশন সমেত অনুব্রত মণ্ডলের হাজিরা না দেওয়ায় চিঠি দিল্লির লিগ্যাল সেল-এ পাঠানো হয়েছে। অনুব্রতকে ১৪ দিন সময় দেওয়া হবে, নাকি আদালতের দ্বারস্থ হবে, সেই প্রসঙ্গে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি সিবিআই।

আরও পড়ুন: SBI fraud case: ED-র পরে এ বার CBI-এর নজরে অনিল আম্বানি

 

আরও পড়ুন: পার্থের জামিন মামলায় হাইকোর্টে রিপোর্ট জানাতে ‘সময়’ নিল সিবিআই

আরও পড়ুন: অনুব্রত মণ্ডলকে ফের সিবিআই তলব, বুধবার হাজিরার নির্দেশ, বোলপুরের চিকিৎসক জানালেন বিশ্রামের প্রয়োজন

আরও পড়ুন: ইডি সিবিআই সেজে লুটপাটের ঘটনা ঠেকাতে সিসিটিভি নজরদারি বাড়াচ্ছে লালবাজার

এদিকে গতকাল অনুব্রত মণ্ডলের শারীরিক অসুস্থতার কারণে বাড়িতে আসেন চিকিৎসক। এর পরেই চিকিৎসক বলেন, অনুব্রত মণ্ডল শারীরিকভাবে অসুস্থ, বেশি জার্নি করা সম্ভব নয়। সেইসঙ্গে তার অর্শ রয়েছে। সেই থেকে ইনফেকশন হয়ে গিয়েছে। এছাড়াও তার হাই পারটেনশন রয়েছে। কয়েকঘণ্টা কাটতে না কাটতেই সেই চিকিৎসক বলেন, অনুব্রত মণ্ডল হাজিরা দেওয়ার মতো অবস্থায় আছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অনুব্রতর ‘১৪ দিনের আবেদন’, সময় দেওয়া হবে কি, পরে জানাচ্ছি বললেন তদন্তকারী অফিসার

আপডেট : ১০ অগাস্ট ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের হাজিরা এড়ালেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অসুস্থতার কারণ দেখিয়ে দশম জেরাও এড়ালেন অনুব্রত। এদিকে আজই সিবিআই দফতরে চিঠির সঙ্গে দুটি প্রেসক্রিপসন জমা দিয়েছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। তদন্তকারী অফিসাররের সঙ্গে আইনজীবীর দীর্ঘক্ষণ কথা হয়। আইনজীবীর তরফ থেকে তদন্তকারীর কাছে হাজিরার জন্য ১৪ দিনের সময় চেয়ে নেওয়া হয়। তবে এখনও ‘১৪ দিনের আবেদনকে’ শিলমোহর দেয়নি সিবিআই।

জানা গেছে প্রেসক্রিপশন সমেত অনুব্রত মণ্ডলের হাজিরা না দেওয়ায় চিঠি দিল্লির লিগ্যাল সেল-এ পাঠানো হয়েছে। অনুব্রতকে ১৪ দিন সময় দেওয়া হবে, নাকি আদালতের দ্বারস্থ হবে, সেই প্রসঙ্গে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি সিবিআই।

আরও পড়ুন: SBI fraud case: ED-র পরে এ বার CBI-এর নজরে অনিল আম্বানি

 

আরও পড়ুন: পার্থের জামিন মামলায় হাইকোর্টে রিপোর্ট জানাতে ‘সময়’ নিল সিবিআই

আরও পড়ুন: অনুব্রত মণ্ডলকে ফের সিবিআই তলব, বুধবার হাজিরার নির্দেশ, বোলপুরের চিকিৎসক জানালেন বিশ্রামের প্রয়োজন

আরও পড়ুন: ইডি সিবিআই সেজে লুটপাটের ঘটনা ঠেকাতে সিসিটিভি নজরদারি বাড়াচ্ছে লালবাজার

এদিকে গতকাল অনুব্রত মণ্ডলের শারীরিক অসুস্থতার কারণে বাড়িতে আসেন চিকিৎসক। এর পরেই চিকিৎসক বলেন, অনুব্রত মণ্ডল শারীরিকভাবে অসুস্থ, বেশি জার্নি করা সম্ভব নয়। সেইসঙ্গে তার অর্শ রয়েছে। সেই থেকে ইনফেকশন হয়ে গিয়েছে। এছাড়াও তার হাই পারটেনশন রয়েছে। কয়েকঘণ্টা কাটতে না কাটতেই সেই চিকিৎসক বলেন, অনুব্রত মণ্ডল হাজিরা দেওয়ার মতো অবস্থায় আছেন।