পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের তিনটি পৃথক মামলার আসামি ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের সাবজেলে পাঠানো হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে তাদের প্রিজন ভ্যানে তোলা হয় এবং পরে কড়া নিরাপত্তায় সেনানিবাসে নিয়ে যাওয়া হয়।
কারা অধিদফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির জানিয়েছেন, সেনানিবাসের সাবজেলে কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে শুনানি শেষে অভিযুক্তদের আইনজীবী এম. সরোয়ার হোসেন জানান, তার মক্কেলদের ওই সাবজেলেই রাখা হবে।
এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১৫ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদের মধ্যে ১৪ জন সক্রিয় দায়িত্বে আছেন, একজন অবসরকালীন ছুটিতে।
জানা গেছে, তিন মামলার মধ্যে দুটি আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা হয়েছে, আরেকটি জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনা নিয়ে। তিন মামলাতেই মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে ২৫ সেনা কর্মকর্তার ১৫ জন বর্তমানে হেফাজতে রয়েছেন।























