১২ নভেম্বর ২০২৫, বুধবার, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
গুরুতর আহত ৫৭

জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের গোলাবর্ষণে ১৫ জন নিহত

ইমামা খাতুন
  • আপডেট : ৮ মে ২০২৫, বৃহস্পতিবার
  • / 356

পুবের কলম, ওয়েব ডেস্ক: জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের গোলাবর্ষণে ১৫ জন নিহত, গুরুতর আহত ৫৭। বুধবার ভোররাতে পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান ব্যাপক মর্টার ও গোলাবর্ষণ চালায়।  নিহতদের মধ্যে চার শিশু ও শিখ সম্প্রদায়ের তিনজন রয়েছেন। একটি স্থানীয় গুরুদ্বারায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অপারেশন সিঁদুরের হামলার প্রতিক্রিয়ায় সীমান্ত–সংলগ্ন এলাকায় বুধবার অব্যাহত গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা। এ ঘটনায় এক ভারতীয় সেনা শহিদ হয়েছেন বলে খবর। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তানের লাগাতার গোলা বর্ষণে শহিদ হন দীনেশ কুমার। শহিদ দীনেশ কুমার হরিয়ানার বাসিন্দা। ৫ এফডি রেজিমেন্টে পোস্টিং ছিল তাঁর। পুঞ্চ সেক্টরে নিহত হয়েছেন তিনি।

আরও পড়ুন: Imran Khan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

 

আরও পড়ুন: Donald Trump-Shehbaz Sharif: শাহবাজ-মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি জঙ্গি ঘাঁটি ধ্বংস করার পর থেকে, নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলা বর্ষণ আরও বাড়িয়ে দেয় পাক বাহিনী। তাতে একাধিক নিরীহ নাগরিকের মৃত্যু । পাল্টা ভারতীয় সেনার জবাবে ১০ জন পাক জওয়ানের মৃত্যু হয়।

আরও পড়ুন: একদিন PoK নিজে থেকেই বলবে, ‘আমি ভারতের’ : rajnath singh

 

পাকিস্তানি সেনার গোলাবর্ষণে দিনেশ কুমার গুরুতরভাবে আহত হন। তাকে দ্রুত চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।   সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার, শহিদ জওয়ানের পার্থিব দেহ তাঁর নিজ জেলা হরিয়ানার পালওয়ালে পাঠানো হবে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুরুতর আহত ৫৭

জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের গোলাবর্ষণে ১৫ জন নিহত

আপডেট : ৮ মে ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের গোলাবর্ষণে ১৫ জন নিহত, গুরুতর আহত ৫৭। বুধবার ভোররাতে পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান ব্যাপক মর্টার ও গোলাবর্ষণ চালায়।  নিহতদের মধ্যে চার শিশু ও শিখ সম্প্রদায়ের তিনজন রয়েছেন। একটি স্থানীয় গুরুদ্বারায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

অপারেশন সিঁদুরের হামলার প্রতিক্রিয়ায় সীমান্ত–সংলগ্ন এলাকায় বুধবার অব্যাহত গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা। এ ঘটনায় এক ভারতীয় সেনা শহিদ হয়েছেন বলে খবর। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তানের লাগাতার গোলা বর্ষণে শহিদ হন দীনেশ কুমার। শহিদ দীনেশ কুমার হরিয়ানার বাসিন্দা। ৫ এফডি রেজিমেন্টে পোস্টিং ছিল তাঁর। পুঞ্চ সেক্টরে নিহত হয়েছেন তিনি।

আরও পড়ুন: Imran Khan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

 

আরও পড়ুন: Donald Trump-Shehbaz Sharif: শাহবাজ-মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি জঙ্গি ঘাঁটি ধ্বংস করার পর থেকে, নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলা বর্ষণ আরও বাড়িয়ে দেয় পাক বাহিনী। তাতে একাধিক নিরীহ নাগরিকের মৃত্যু । পাল্টা ভারতীয় সেনার জবাবে ১০ জন পাক জওয়ানের মৃত্যু হয়।

আরও পড়ুন: একদিন PoK নিজে থেকেই বলবে, ‘আমি ভারতের’ : rajnath singh

 

পাকিস্তানি সেনার গোলাবর্ষণে দিনেশ কুমার গুরুতরভাবে আহত হন। তাকে দ্রুত চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।   সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার, শহিদ জওয়ানের পার্থিব দেহ তাঁর নিজ জেলা হরিয়ানার পালওয়ালে পাঠানো হবে।