১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রামলালার গয়নায় ১৫ কেজি সোনা, ১৮ হাজার পান্না ও হীরা

সামিমা এহসানা
  • আপডেট : ২৩ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার
  • / 14

পুবের কলম ওয়েব ডেস্ক: সোনায় মুড়িয়ে দেওয়া হয়েছে অযোধ্যার রাম মন্দিরের রামলালাকে। কথাটা ভুল নয়, তবে অসম্পূর্ণ। কারণ সোনা, হীরা ও পান্না দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে রামলালার মূর্তিকে। গয়না তৈরির জন্য অন্তত ১৫ কেজি সোনা ব্যবহার করা হয়েছে। ১৮ হাজার হীরা ও পান্নাও রয়েছে।

স্বর্ণশিল্পীরা রামচরিতমানস ও রামায়ন পড়ে সেখানে লর্ড রামের সৌন্দর্য যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সেই ছোঁয়া রাখার চেষ্টা করেছে গয়নায়। মোট ১৪ টি গয়না পরানো হয়েছে রামলালাকে। এর মধ্যে রয়েছে একটি তিলক, একটি মুকুট, একটি কোমরবন্ধ, দুই জোড়া নুপুর, বিজয় মালা, দুটি আংটি। এছাড়া রয়েছে সোনার তীর–ধনুক।

মাত্র  ১২ দিনের মধ্যেই তৈরি করা হয়েছে এই গয়না। গয়না তৈরির বরাত পেয়েছিল লখনউয়ের হরশ্যামল শ্যামলাল জুয়েলার্স। মন্দির উদ্বোধনের ১৫ দিন আগে বরাত পায় তারা।

মুকুটটি তৈরি করতে ২২ ক্যারেট সোনা ব্যবহার করা হয়েছে। ওজন ১.৭ কেজি। ৭৫ ক্যারেট ডায়মন্ড ও ১৭৫ ক্যারেট জাম্বিয়ান পান্না ব্যবহার করা হয়েছে মুকুটে। তিলক তৈরি করতে ১৬ গ্রাম সোনা ব্যবহার হয়েছে। তিলকের মাঝে ৩ ক্যারেটের হীরা ও দুই পাশে ১০ ক্যারেটের হীরা ব্যবহার করা হয়েছে। আঙটির ওজন ৬৫ গ্রাম। তাতেও হীরা ও পান্নার ব্যবহার হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রামলালার গয়নায় ১৫ কেজি সোনা, ১৮ হাজার পান্না ও হীরা

আপডেট : ২৩ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্ক: সোনায় মুড়িয়ে দেওয়া হয়েছে অযোধ্যার রাম মন্দিরের রামলালাকে। কথাটা ভুল নয়, তবে অসম্পূর্ণ। কারণ সোনা, হীরা ও পান্না দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে রামলালার মূর্তিকে। গয়না তৈরির জন্য অন্তত ১৫ কেজি সোনা ব্যবহার করা হয়েছে। ১৮ হাজার হীরা ও পান্নাও রয়েছে।

স্বর্ণশিল্পীরা রামচরিতমানস ও রামায়ন পড়ে সেখানে লর্ড রামের সৌন্দর্য যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সেই ছোঁয়া রাখার চেষ্টা করেছে গয়নায়। মোট ১৪ টি গয়না পরানো হয়েছে রামলালাকে। এর মধ্যে রয়েছে একটি তিলক, একটি মুকুট, একটি কোমরবন্ধ, দুই জোড়া নুপুর, বিজয় মালা, দুটি আংটি। এছাড়া রয়েছে সোনার তীর–ধনুক।

মাত্র  ১২ দিনের মধ্যেই তৈরি করা হয়েছে এই গয়না। গয়না তৈরির বরাত পেয়েছিল লখনউয়ের হরশ্যামল শ্যামলাল জুয়েলার্স। মন্দির উদ্বোধনের ১৫ দিন আগে বরাত পায় তারা।

মুকুটটি তৈরি করতে ২২ ক্যারেট সোনা ব্যবহার করা হয়েছে। ওজন ১.৭ কেজি। ৭৫ ক্যারেট ডায়মন্ড ও ১৭৫ ক্যারেট জাম্বিয়ান পান্না ব্যবহার করা হয়েছে মুকুটে। তিলক তৈরি করতে ১৬ গ্রাম সোনা ব্যবহার হয়েছে। তিলকের মাঝে ৩ ক্যারেটের হীরা ও দুই পাশে ১০ ক্যারেটের হীরা ব্যবহার করা হয়েছে। আঙটির ওজন ৬৫ গ্রাম। তাতেও হীরা ও পান্নার ব্যবহার হয়েছে।