১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

১৫ স্ত্রী, ৩০ সন্তান ও ১০০ ভৃত্য নিয়ে আবুধাবিতে ইসোয়াতিনির রাজা, বিলাসবহুল জীবন নিয়ে বিতর্ক

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ৮ অক্টোবর ২০২৫, বুধবার
  • / 367

পুবের কলম ওয়েবডেস্ক: আফ্রিকার ইসোয়াতিনির রাজা মসোয়াতি তৃতীয়কে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। সম্প্রতি তাঁর আবুধাবি সফরের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়—রাজা ১৫ স্ত্রী, ৩০ সন্তান ও ১০০ ভৃত্যসহ ব্যক্তিগত বিমানে পৌঁছেছেন বিমানবন্দরে। বিশাল রাজকীয় বহরের কারণে বিমানবন্দরের কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটে।

ভিডিওটি ভাইরাল হতেই ক্ষোভ ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা রাজার বিলাসবহুল জীবন ও দেশের নাগরিকদের দারিদ্র্যের মধ্যে তীব্র বৈপরীত্য তুলে ধরছেন। রাজা মসোয়াতি তৃতীয় ১৯৮৬ সাল থেকে ইসোয়াতিনির ক্ষমতায় আছেন, এবং তাঁর সম্পত্তির পরিমাণ এক বিলিয়ন ডলারেরও বেশি বলে জানা যায়। অথচ দেশটিতে বেকারত্ব, স্বাস্থ্যসেবার সংকট ও দারিদ্র্য ভয়াবহ মাত্রায়। প্রতিবেদনে বলা হয়েছে, ইসোয়াতিনির ৬০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১৫ স্ত্রী, ৩০ সন্তান ও ১০০ ভৃত্য নিয়ে আবুধাবিতে ইসোয়াতিনির রাজা, বিলাসবহুল জীবন নিয়ে বিতর্ক

আপডেট : ৮ অক্টোবর ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: আফ্রিকার ইসোয়াতিনির রাজা মসোয়াতি তৃতীয়কে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। সম্প্রতি তাঁর আবুধাবি সফরের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়—রাজা ১৫ স্ত্রী, ৩০ সন্তান ও ১০০ ভৃত্যসহ ব্যক্তিগত বিমানে পৌঁছেছেন বিমানবন্দরে। বিশাল রাজকীয় বহরের কারণে বিমানবন্দরের কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটে।

ভিডিওটি ভাইরাল হতেই ক্ষোভ ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা রাজার বিলাসবহুল জীবন ও দেশের নাগরিকদের দারিদ্র্যের মধ্যে তীব্র বৈপরীত্য তুলে ধরছেন। রাজা মসোয়াতি তৃতীয় ১৯৮৬ সাল থেকে ইসোয়াতিনির ক্ষমতায় আছেন, এবং তাঁর সম্পত্তির পরিমাণ এক বিলিয়ন ডলারেরও বেশি বলে জানা যায়। অথচ দেশটিতে বেকারত্ব, স্বাস্থ্যসেবার সংকট ও দারিদ্র্য ভয়াবহ মাত্রায়। প্রতিবেদনে বলা হয়েছে, ইসোয়াতিনির ৬০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করছে।