১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাওড়ার পুজো কার্নিভালে অংশ নেবে ১৭টি পুজো কমিটি, চূড়ান্ত প্রস্তুতি  খতিয়ে দেখল জেলা প্রশাসন

 

 

আরও পড়ুন: সাগর মেলার প্রস্তুতি বৈঠক জেলা প্রশাসনের

 

আরও পড়ুন: জেলা প্রশাসনের আশ্বাসে বীরভূমের পাথর শিল্পের ধর্মঘট প্রত্যাহার করলেন ব্যবসায়ীরা

 

আরও পড়ুন: ডেউচা পাঁচামি কয়লা শিল্পাঞ্চলের দ্বিতীয় ফেজ এলাকার কাজের অগ্রগতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক জেলা প্রশাসনের

 

 

আইভি আদক, হাওড়া: শুক্রবার পুজোর কার্নিভাল হবে হাওড়ায়। হাওড়ার এই পুজো কার্নিভালে অংশ নেবে ১৭টি পুজো কমিটি। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। কার্নিভালের আগে ফোরশোর রোড, রামকৃষ্ণপুর ঘাটে শেষ মুহুর্তের পরিস্থিতি বৃহস্পতিবার খতিয়ে দেখলেন পুরনিগমের উপ প্রশাসক। দুর্গাপুজোকে ইউনেস্কো’র আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে শারদোৎসবকে স্মরণীয় করে রাখতে জেলার সেরা দুর্গা প্রতিমাগুলির বিসর্জন উপলক্ষে হাওড়াতেও এবছর পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে।  শুক্রবার বিকেল পাঁচটায় হাওড়ার ফোরশোর রোডে ওই দুর্গাপূজা কার্নিভাল অনুষ্ঠিত হবে। জেলার সেরা পুজো কমিটিগুলি এই কার্নিভালে অংশগ্রহণ করছে বলে হাওড়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য জানান, ১৭টির মতো পুজো কমিটি হাওড়া জেলার পুজো কার্নিভালে অংশগ্রহণ করবে। প্রস্তুতিও প্রায় চূড়ান্ত। অন্যদিকে, হাওড়া পুরনিগমের প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী এদিন বলেন, হাওড়ার কার্নিভাল রামকৃষ্ণপুর ঘাটে  হবে। ওই সময় কোনওরকম সমস্যা যাতে না হয় সেই ব্যাপারটা দেখে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, হাওড়া পুরনিগমের পক্ষ থেকে বুধবার যে সব ঘাটগুলোতে বিসর্জন হয়েছিল সেগুলো পরিদর্শন করা হয়েছে। কোথাও কোনও কোন জায়গায় আবর্জনা থাকলে সেটা যাতে গঙ্গাদূষণ না হয় সেটা দেখাই মুখ্য কাজ। যে যে জায়গায় ,কাঠামো পড়ে আছে সেগুলো যত দ্রুত সম্ভব সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও ২ দিন বিসর্জন চলবে। গঙ্গা দূষণ যাতে না হয় আমরা চেষ্টা চালাচ্ছি। হাওড়ার প্রায় ৬০ শতাংশ প্রতিমা দশমীর দিন বিসর্জন হয়ে গিয়েছে। বাকি প্রতিমাও বিসর্জন হয়ে যাবে। কার্নিভালের জন্য এবং গঙ্গাদূষণ এড়াতে চেষ্টা চালানো হয়েছে। এছাড়াও কোনও জায়গা থেকে যদি কোন কাঠামো ভেসে আসে সেইগুলোও তুলে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও পাম্পের ইনটেক পয়েন্টে কোনওভাবে কাঠামো ঢুকে গেলে জল বন্ধ হয়ে যাবে। সেই কারণে সেই জায়গা দেখে সেখানে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। হাওড়া পুরনিগমের তরফ থেকে সমস্তরকম সাবধানতা অবলম্বন করা হয়েছে।

সর্বধিক পাঠিত

ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের, আন্তর্জাতিক বাজারে প্রথম চালান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাওড়ার পুজো কার্নিভালে অংশ নেবে ১৭টি পুজো কমিটি, চূড়ান্ত প্রস্তুতি  খতিয়ে দেখল জেলা প্রশাসন

আপডেট : ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার

 

 

আরও পড়ুন: সাগর মেলার প্রস্তুতি বৈঠক জেলা প্রশাসনের

 

আরও পড়ুন: জেলা প্রশাসনের আশ্বাসে বীরভূমের পাথর শিল্পের ধর্মঘট প্রত্যাহার করলেন ব্যবসায়ীরা

 

আরও পড়ুন: ডেউচা পাঁচামি কয়লা শিল্পাঞ্চলের দ্বিতীয় ফেজ এলাকার কাজের অগ্রগতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক জেলা প্রশাসনের

 

 

আইভি আদক, হাওড়া: শুক্রবার পুজোর কার্নিভাল হবে হাওড়ায়। হাওড়ার এই পুজো কার্নিভালে অংশ নেবে ১৭টি পুজো কমিটি। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। কার্নিভালের আগে ফোরশোর রোড, রামকৃষ্ণপুর ঘাটে শেষ মুহুর্তের পরিস্থিতি বৃহস্পতিবার খতিয়ে দেখলেন পুরনিগমের উপ প্রশাসক। দুর্গাপুজোকে ইউনেস্কো’র আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে শারদোৎসবকে স্মরণীয় করে রাখতে জেলার সেরা দুর্গা প্রতিমাগুলির বিসর্জন উপলক্ষে হাওড়াতেও এবছর পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে।  শুক্রবার বিকেল পাঁচটায় হাওড়ার ফোরশোর রোডে ওই দুর্গাপূজা কার্নিভাল অনুষ্ঠিত হবে। জেলার সেরা পুজো কমিটিগুলি এই কার্নিভালে অংশগ্রহণ করছে বলে হাওড়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য জানান, ১৭টির মতো পুজো কমিটি হাওড়া জেলার পুজো কার্নিভালে অংশগ্রহণ করবে। প্রস্তুতিও প্রায় চূড়ান্ত। অন্যদিকে, হাওড়া পুরনিগমের প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী এদিন বলেন, হাওড়ার কার্নিভাল রামকৃষ্ণপুর ঘাটে  হবে। ওই সময় কোনওরকম সমস্যা যাতে না হয় সেই ব্যাপারটা দেখে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, হাওড়া পুরনিগমের পক্ষ থেকে বুধবার যে সব ঘাটগুলোতে বিসর্জন হয়েছিল সেগুলো পরিদর্শন করা হয়েছে। কোথাও কোনও কোন জায়গায় আবর্জনা থাকলে সেটা যাতে গঙ্গাদূষণ না হয় সেটা দেখাই মুখ্য কাজ। যে যে জায়গায় ,কাঠামো পড়ে আছে সেগুলো যত দ্রুত সম্ভব সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও ২ দিন বিসর্জন চলবে। গঙ্গা দূষণ যাতে না হয় আমরা চেষ্টা চালাচ্ছি। হাওড়ার প্রায় ৬০ শতাংশ প্রতিমা দশমীর দিন বিসর্জন হয়ে গিয়েছে। বাকি প্রতিমাও বিসর্জন হয়ে যাবে। কার্নিভালের জন্য এবং গঙ্গাদূষণ এড়াতে চেষ্টা চালানো হয়েছে। এছাড়াও কোনও জায়গা থেকে যদি কোন কাঠামো ভেসে আসে সেইগুলোও তুলে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও পাম্পের ইনটেক পয়েন্টে কোনওভাবে কাঠামো ঢুকে গেলে জল বন্ধ হয়ে যাবে। সেই কারণে সেই জায়গা দেখে সেখানে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। হাওড়া পুরনিগমের তরফ থেকে সমস্তরকম সাবধানতা অবলম্বন করা হয়েছে।