০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রমযানে দুবাইতে গ্রেফতার ১৭৮ ভিক্ষুক

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৫ এপ্রিল ২০২২, মঙ্গলবার
  • / 41

পুবের কলম ওয়েবডেস্কঃ ইসলাম ভিক্ষাকে উৎসাহিত করেনি। অনেকেই আছেন যারা ভিক্ষাকে তাদের স্থায়ী পেশা হিসাবে নিয়েছেন। অন্য কিছুর সুযোগ থাকলেও তারা ভিক্ষা করেন। সারা বছর ধরে যাকাত দেওয়ার অনুমতি থাকলেও পবিত্র রমযানে মুসলিমরা  যাকাত এবং ফিতরা বেশি করে আদায় করেন।যে কারণে এই মরসুমি ভিখারিরা রমযানে ভিড় করে করেন রাস্তা ঘাটে। এমন ভিখারিদের গ্রেফতার করল দুবাই পুলিশ। সোমবার এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে– দুবাই পুলিশ তাদের ভিক্ষা বিরোধী অভিযানের অংশ হিসেবে ১৮ মার্চ থেকে রমযানের প্রথম দিন পর্যন্ত ১৩৪ জন পুরুষ এবং ৪৪ জন মহিলা সহ ১৭৮ জন ভিক্ষুককে গ্রেফতার করেছে।

জেনারেল ডিপার্টমেন্ট অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশনের অনুপ্রবেশ বিরোধী ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল আহমেদ আল আদিদি বলেছেন যে পবিত্র মাসের আগে আমিরাত জুড়ে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে লড়াই করার জন্য একটি দল গঠন করা হয়েছিল। যেখানে ভিক্ষুকরা বেশি জমায়েত হয় এমন জায়গাগুলির দিকে নজর রাখা হচ্ছিল। কর্নেল আল আদিদি বলেন– এই অভিযানের ফলে বার্ষিক ভিক্ষুকের সংখ্যা হ্রাস  পেয়েছে।

আরও পড়ুন: কলকাতায় ফিরছেন মমতা, ছ’দিনের লন্ডন সফর শেষে শনিবার ফিরছেন মুখ্যমন্ত্রী

তিনি বলেছেন– দাতব্য সংস্থাগুলি অভাবীদের সাহায্য করার জন্য তৈরি রয়েছে। যাদের আর্থিক সাহায্যের প্রয়োজন তারা ওই প্রতিষ্ঠানগুলির কাছে গেলে সাহায্য পাবেন। আমার এমন মানুষদের বলেছি তারা যেন ভিক্ষা না করে প্রয়োজনে ওই সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করে। কর্নেল বলেন– ‘ভিক্ষা করা আমাদের সমাজের নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছি। কারণ এটি আমিরাতের সুনাম নষ্ট করছে। এর ফলে চুরি এবং পকেটমারের ঘটনা বাড়ে।’

আরও পড়ুন: সফরসূচিতে বদল, শনির রাতেই দুবাই হয়ে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী

 

আরও পড়ুন: শুধু রমযান নয়, কখনোই অনুমতি দেওয়া হবে না: ফ্যাশন শো নিয়ে আবদুল্লাহ

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রমযানে দুবাইতে গ্রেফতার ১৭৮ ভিক্ষুক

আপডেট : ৫ এপ্রিল ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ইসলাম ভিক্ষাকে উৎসাহিত করেনি। অনেকেই আছেন যারা ভিক্ষাকে তাদের স্থায়ী পেশা হিসাবে নিয়েছেন। অন্য কিছুর সুযোগ থাকলেও তারা ভিক্ষা করেন। সারা বছর ধরে যাকাত দেওয়ার অনুমতি থাকলেও পবিত্র রমযানে মুসলিমরা  যাকাত এবং ফিতরা বেশি করে আদায় করেন।যে কারণে এই মরসুমি ভিখারিরা রমযানে ভিড় করে করেন রাস্তা ঘাটে। এমন ভিখারিদের গ্রেফতার করল দুবাই পুলিশ। সোমবার এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে– দুবাই পুলিশ তাদের ভিক্ষা বিরোধী অভিযানের অংশ হিসেবে ১৮ মার্চ থেকে রমযানের প্রথম দিন পর্যন্ত ১৩৪ জন পুরুষ এবং ৪৪ জন মহিলা সহ ১৭৮ জন ভিক্ষুককে গ্রেফতার করেছে।

জেনারেল ডিপার্টমেন্ট অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশনের অনুপ্রবেশ বিরোধী ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল আহমেদ আল আদিদি বলেছেন যে পবিত্র মাসের আগে আমিরাত জুড়ে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে লড়াই করার জন্য একটি দল গঠন করা হয়েছিল। যেখানে ভিক্ষুকরা বেশি জমায়েত হয় এমন জায়গাগুলির দিকে নজর রাখা হচ্ছিল। কর্নেল আল আদিদি বলেন– এই অভিযানের ফলে বার্ষিক ভিক্ষুকের সংখ্যা হ্রাস  পেয়েছে।

আরও পড়ুন: কলকাতায় ফিরছেন মমতা, ছ’দিনের লন্ডন সফর শেষে শনিবার ফিরছেন মুখ্যমন্ত্রী

তিনি বলেছেন– দাতব্য সংস্থাগুলি অভাবীদের সাহায্য করার জন্য তৈরি রয়েছে। যাদের আর্থিক সাহায্যের প্রয়োজন তারা ওই প্রতিষ্ঠানগুলির কাছে গেলে সাহায্য পাবেন। আমার এমন মানুষদের বলেছি তারা যেন ভিক্ষা না করে প্রয়োজনে ওই সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করে। কর্নেল বলেন– ‘ভিক্ষা করা আমাদের সমাজের নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছি। কারণ এটি আমিরাতের সুনাম নষ্ট করছে। এর ফলে চুরি এবং পকেটমারের ঘটনা বাড়ে।’

আরও পড়ুন: সফরসূচিতে বদল, শনির রাতেই দুবাই হয়ে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী

 

আরও পড়ুন: শুধু রমযান নয়, কখনোই অনুমতি দেওয়া হবে না: ফ্যাশন শো নিয়ে আবদুল্লাহ