০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি! প্রভাব পড়বে চিকিৎসা ক্ষেত্রে সমীক্ষা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 40

পুবের কলম প্রতিবেদক:  ইংল্যান্ড আরব সহ একাধিক দেশে চালু রয়েছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। কিন্তু ভারত সহ আরও অনেক দেশে চিকিৎসার জন্য গুণতে হয়  মোটা অঙ্কের টাকা। স্বাস্থ্য ক্ষেত্রে খরচ থেকে রেহাই দিতে এ দেশে স্বাস্থ্য বিমা চালু রয়েছে। আর সেই স্বাস্থ্য বিমাতে ১৮ শতাংশ জিএসটি বসালো কেন্দ্র সরকার। অনেকের বক্তব্য, চিকিৎসা বিমার ক্ষেত্রে ছাড় পাওয়া জরুরি।

স্টার্ট আপ সংস্থা প্রিস্টেন কেয়ার-এর সমীক্ষা অনুসারে, কোভিডের পরে চিকিৎসার খরচ বিপুল বেড়েছে। তাই বিমা না থাকলে বহু মানুষ প্রয়োজন পড়লেও ডাক্তারের কাছে যাচ্ছেন না। পিছিয়ে দিচ্ছেন জরুরি অস্ত্রোপচার বা হাসপাতালে ভর্তি হয়ে খরচ সাপেক্ষ চিকিৎসা।

আরও পড়ুন: মাদ্রাজ আইআইটি: আরওএক গবেষক ছাত্র আত্মঘাতী  

সমীক্ষায় বলা হয়েছে, ভারতে এই বিমার হার খুবই কম। সমীক্ষায় অংশগ্রহণকারীদের একাংশ ক্লেম-এর টাকা দেরিতে পাচ্ছেন বলে অনেকের অভিযোগ।  অনেকের আপত্তি কাগজপত্র দাখিলের জটিল প্রক্রিয়া নিয়েও। বিমার পুরো টাকা না পাওয়া নিয়ে হতাশ বহু বিমাকারী।

আরও পড়ুন: টয়লেট সিটের চেয়ে ঢের গুণ বেশি জীবাণু জলের বোতলে, দাবি গবেষণার 

আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, নেচারোপ্যাথি কিংবা সিদ্ধার মতো বিকল্প চিকিৎসাতে বিমার সুবিধা দাবি করেছেন অনেকে।

আরও পড়ুন: ভূমিকম্পে ৭০ লক্ষেরও বেশি শিশু ক্ষতিগ্রস্ত : রাষ্ট্রসংঘ

এক রাষ্ট্রায়ত্ব বিমা সংস্থা জানাচ্ছে, চড়া প্রিমিয়ামের কারণে অনেকে পলিসি কিনতে পারছেন না। অনেকে পুরনো পলিসি আর নবীকরণ করছেন না। সব থেকে বেশি সমস্যায় বয়স্করা। তাঁদের প্রিমিয়াম বেড়েছে বেশি।

বিমা আধিকারিকদের মতে, সরকার চাইছে স্বাস্থ্য বিমার প্রসার ঘটাতে। কিন্তু এর প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি। এই প্রিমিয়ামে ছাড় দেওয়া জরুরি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি! প্রভাব পড়বে চিকিৎসা ক্ষেত্রে সমীক্ষা

আপডেট : ১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক:  ইংল্যান্ড আরব সহ একাধিক দেশে চালু রয়েছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। কিন্তু ভারত সহ আরও অনেক দেশে চিকিৎসার জন্য গুণতে হয়  মোটা অঙ্কের টাকা। স্বাস্থ্য ক্ষেত্রে খরচ থেকে রেহাই দিতে এ দেশে স্বাস্থ্য বিমা চালু রয়েছে। আর সেই স্বাস্থ্য বিমাতে ১৮ শতাংশ জিএসটি বসালো কেন্দ্র সরকার। অনেকের বক্তব্য, চিকিৎসা বিমার ক্ষেত্রে ছাড় পাওয়া জরুরি।

স্টার্ট আপ সংস্থা প্রিস্টেন কেয়ার-এর সমীক্ষা অনুসারে, কোভিডের পরে চিকিৎসার খরচ বিপুল বেড়েছে। তাই বিমা না থাকলে বহু মানুষ প্রয়োজন পড়লেও ডাক্তারের কাছে যাচ্ছেন না। পিছিয়ে দিচ্ছেন জরুরি অস্ত্রোপচার বা হাসপাতালে ভর্তি হয়ে খরচ সাপেক্ষ চিকিৎসা।

আরও পড়ুন: মাদ্রাজ আইআইটি: আরওএক গবেষক ছাত্র আত্মঘাতী  

সমীক্ষায় বলা হয়েছে, ভারতে এই বিমার হার খুবই কম। সমীক্ষায় অংশগ্রহণকারীদের একাংশ ক্লেম-এর টাকা দেরিতে পাচ্ছেন বলে অনেকের অভিযোগ।  অনেকের আপত্তি কাগজপত্র দাখিলের জটিল প্রক্রিয়া নিয়েও। বিমার পুরো টাকা না পাওয়া নিয়ে হতাশ বহু বিমাকারী।

আরও পড়ুন: টয়লেট সিটের চেয়ে ঢের গুণ বেশি জীবাণু জলের বোতলে, দাবি গবেষণার 

আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, নেচারোপ্যাথি কিংবা সিদ্ধার মতো বিকল্প চিকিৎসাতে বিমার সুবিধা দাবি করেছেন অনেকে।

আরও পড়ুন: ভূমিকম্পে ৭০ লক্ষেরও বেশি শিশু ক্ষতিগ্রস্ত : রাষ্ট্রসংঘ

এক রাষ্ট্রায়ত্ব বিমা সংস্থা জানাচ্ছে, চড়া প্রিমিয়ামের কারণে অনেকে পলিসি কিনতে পারছেন না। অনেকে পুরনো পলিসি আর নবীকরণ করছেন না। সব থেকে বেশি সমস্যায় বয়স্করা। তাঁদের প্রিমিয়াম বেড়েছে বেশি।

বিমা আধিকারিকদের মতে, সরকার চাইছে স্বাস্থ্য বিমার প্রসার ঘটাতে। কিন্তু এর প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি। এই প্রিমিয়ামে ছাড় দেওয়া জরুরি।