পুবের কলম, ওয়েবডেস্ক: তুষারঝড়ের কবলে পড়ে মৃত্যু হল দুই সেনা জওয়ানের। বুধবার কাশ্মীরের দক্ষিণ অনন্তনাগের গাদুলে আতঙ্কবাদী নিকেশ অপারেশন চলায় সেনাবাহিনী। সেই অভিযান দলে ছিলেন বাংলার দুই প্যারা কমান্ডো। ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ (৩৮) ও ল্যান্স নায়েক সুজয় ঘোষ (২৮)।
অভিযানের সময় তুষারঝড়ের মধ্যে পড়েন তাঁরা। নিখোঁজ হয়ে যান পলাশ ও সুজয়। বীরভূমের রাজনগর কুন্ডিরার নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন সুজয় ঘোষ। বাংলার দুই জওয়ানের অকালমৃত্যুতে শোকের ছায়া রাজ্যে।




























