হলদিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত ২, জখম অন্তত ৫

- আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, বুধবার
- / 67
পুবের কলম, ওয়েবডেস্ক: বুধবার সকালে হলদিয়ায় ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একটি যাত্রীবোঝাই অটো ও লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারালেন এক মহিলা, পরে হাসপাতালে মৃত্যু হয় আরও এক ব্যক্তির। ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম সুরেশ মণ্ডল (৫৯), বাড়ি টাউনশিপের বিষ্ণুরামচক, এবং রঞ্জনা প্রামানিক (৪৫), যিনি নন্দীগ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, চিরঞ্জীবপুর ফ্লাইওভারের রেলক্রসিং সংলগ্ন এলাকায় দ্রুতগতিতে নামার সময় একটি লরি যাত্রীবোঝাই অটোতে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে অটোটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধারকাজে নেমে আহতদের হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে রঞ্জনা প্রামানিককে মৃত ঘোষণা করা হয়, পরে সুরেশ মণ্ডলেরও মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।