বালি পাচার: মধ্যপ্রদেশের ২ সাংবাদিককে অন্তর্বর্তী জামিন

- আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার
- / 65
পুবের কলম, ওয়েবডেস্ক: চম্বল নদী থেকে অবৈধভাবে বালি তুলে পাচার করার খবর সংবাদমাধ্যমে প্রকাশের অভিযোগে মধ্যপ্রদেশের যে দুই সাংবাদিকের বিরুদ্ধে পুলিশ গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল তাঁদের অন্তর্বর্তী সুরক্ষা দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে বিচারপতি প্রশান্ত মিশ্র এবং মনমোহন-এর এক বেঞ্চ বলেছে, দু’সপ্তাহের মধ্যে সাংবাদিক শশীকান্ত যাদব এবং অমরকান্ত সিং চৌহানকে মধ্যপ্রদেশ হাইকোর্টে জামিনের আবেদন করতে হবে।
তবে এই সময়ের মধ্যে দুই সাংবাদিককে গ্রেফতার করা যাবে না। এর আগে গত ৪ জুন সুপ্রিম কোর্টেরই এক বেঞ্চ দুই সাংবাদিককে অন্তর্বর্তী জামিন দিতে রাজি হয়নি। বরং বিচারপতিরা বলেছিলেন, আপনারা জানেন না কী ধরনের অভিযোগ আনা হয়েছে আপনাদের বিরুদ্ধে। তাই আগাম জামিন দেওয়া যাবে না।
অথচ সেই শীর্ষ আদালতেরই অন্য দুই বিচারপতি অন্তর্বর্তী জামিন দিয়ে দিলেন। দুই সাংবাদিক দাবি করেছিলেন, বালি পাচারের বিরুদ্ধে লেখার জন্য তাঁদের রাজ্য ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। দুই সাংবাদিক ভিন্দের আইপিএস অফিসার অসিত যাদব বালি মাফিয়াদের হয়ে এক জঙ্গলের রাজত্ব কায়েম করেছেন। যাকে তাকে ধরে নিয়ে গিয়ে হাজতে পেটানো হচ্ছে। এই নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন নিজে থেকেই হস্তক্ষেপ করেছে। প্রেস ক্লাব অফ ইন্ডিয়া থেকেও এই বিষয়ে মধ্যপ্রদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে।