জ্বালানি বাঁচানোর উদ্দেশ্যে এক বিশাল পদক্ষেপ নিলেন দিল্লি বিমানবন্দর কর্তূপক্ষ। জ্বালানি কিভাবে বাঁচানো যায় সেই বিষয়ে অনেক দিন ধরেই চিন্তাভাবনা চলছিল। আর সেই জ্বালানি বাঁচাতেই নিয়ে আসা হল অত্যাধুনিক ট্যাক্সিবট। সেই ট্যাক্সিবট ব্যবহার করেই প্রতিদিন বাঁচানো যাবে প্রায় ২১৩ লিটার বিমানের জ্বালানি।
দেশে এই প্রথমবার ব্যবহূত হতে চলেছে এই অত্যাধুনিক ট্যাক্সিবট। এই ট্যাক্সিবট আসলে কিভাবে বাঁচাবে জ্বালানি! ট্যাক্সিবট হল এক অর্ধ- স্বয়ংক্রিয় যান। এই অত্যাধুনিক যানের কাজ হল বিমানকে পার্কিং প্লেস থেকে সরিয়ে রানওয়েতে নিয়ে যাওয়া। বিমানের সামনের অংশটি লাগানো থাকবে এই যানের সঙ্গে। তারপরে বিমানকে রানওয়েতে নিয়ে যাওয়া হবে। বিমানকে টেনে নিয়ে যাওয়ার সময় বিমানের ইঞ্জিন চালু করতে হবে না। ফলে বাঁচবে জ্বালানি। জ্বালানি বাঁচানো ছাড়াও এই প্রযুক্তি বিমানের দুর্ঘটনা এড়াতে আর বাড়তি কার্বন মনোক্সাইড নির্গমনের ক্ষেত্রেও লাগাম টানবে এই অত্যাধুনিক ট্যাক্সিবট।
একটি মন্তব্য পোস্ট করুন