
কায়ুম মোল্লার মৃতদেহ
পুবের কলম ওয়েব ডেস্ক:
শণিবার সন্ধ্যায় হাটগাছি গ্রামে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে
সংঘর্ষ শুরু হয় । এই ঘটনায় দুপক্ষের চারজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ।
এক যুবককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা ।
তিনি এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত । সন্দেশখালির ন্যাজাট
থানার হাটগাছি এলাকার ঘটনা । মৃত তৃণমূল কর্মীর নাম কায়ুম মোল্লা (24) ।
তৃণমূলের অভিযোগ, বিজেপি-র লোকজন তাঁকে খুন করেছে । অপরদিকে বিজেপি-র পালটা
অভিযোগ, তাঁদের তিনজন কর্মীকে খুন করা হয়েছে । নাম সুকান্ত মণ্ডল, প্রদীপ
মণ্ডল ও তপন মণ্ডল । যদিও পুলিশ সূত্রে দু'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ।
লোকসভা নির্বাচনের সময় থেকেই এলাকায় তৃণমূল ও বিজেপি-র মধ্যে
সংঘর্ষ চলছিল । শণিবার সন্ধ্যায় হাটগাছি গ্রামে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র
করে দু'পক্ষের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয় । এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের
পক্ষ থেকে হাটগাছিতে মিছিল করা হয় । সেই প্রতিবাদ মিছিল থেকে বাড়ি ফেরার
পথেই কায়ুম মোল্লাকে গুলি করে ও কুপিয়ে খুন করা হয়েছে । তৃণমূলের অভিযোগ, বিজেপি-র দুষ্কৃতীরাই এই খুন করেছে ।
একটি মন্তব্য পোস্ট করুন