পারিজাত মোল্লা, মঙ্গলকোট ; বেআইনী মদ বন্ধের অভিযান চালালো ভাতার থানার পুলিশ।পূর্ব বর্ধমান জেলার ভাতারের পুলিশ মদের বিরুদ্ধে অভিযান নিয়মিত চালাচ্ছে ।গত রাতে ভাতার থানার পুলিশ অভিযান চালায় মাহাতা অঞ্চলের রামচন্দ্রপুর এলাকায়। সেখান থেকে প্রায় একশো লিটার মদ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি তিন জন কে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতদের নাম সাক্ষী দাস, বাপন দাস, ও বানকু কলসা । এই তিনজনকে বর্ধমান সদর কোর্টে এসিজেম এজলাসে পাঠানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন