ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নারায়নগঞ্জে। সোমবার রাত ১০টার দিকে চলন্ত বাস থেকে শোনা গেল এক কিশোরীর তীব্র আর্তচিৎকার। সেই চিৎকার শুনেই ছুটে এল এলাকাবাসীরা। গতিরোধ করে বাঁচানো হল সেই কিশোরীকে। অভিযোগ এসেছে বাস চালক তাকে ধর্ষণ করার চেষ্টা করে। চলন্ত বাসে কিশোরী যাত্রীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছিল চালক শামীম। স্থানীয় লোকজন কিশোরীকে উদ্ধার করে তুলে দেয় পুলিশের হাতে। পুলিশ চালক ও বাসটিকে আটক করেছে। এ ঘটনায় সোনারগাঁ থানা পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, ''ধর্ষণের চেষ্টার সময় স্থানীয় জনতা কিশোরীকে উদ্ধার করে বাসচালক শামীমকে পুলিশের হাতে তুলে দেয়।''
একটি মন্তব্য পোস্ট করুন