জলন্ধরের রামা মান্ডি এলাকার ঘটনা। রবিবার সন্ধ্যায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণ করল এক মদ্যপ। ঘটনাটি জানতে পেরে মদ্যপকে পিটিয়ে মারল প্রতিবেশীরা। অভিযুক্তের বয়স ৩৯ বছর। ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে তৎক্ষণাত এসেছে পৌচ্ছায় পুলিশ। উত্তেজিত জনতার থেকে সেই মদ্যপকে উদ্ধার করে পুলিশ, তখনও সে বেঁচে ছিল। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হাসপাতালের দিকে ছুটে যায় পুলিশ,কিন্তু মাঝ রাস্তাতেই তার মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মদ্যপ অবস্থায় এক প্রতিবেশীর বাড়িতে ঢুকে পড়ে লোকটি। তখন সেই বাড়িতে একা ছিল ওই শিশু। সেই সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই সময় বাড়িতে মেয়েটির বাবা-মা ছিলেন না। শিশুটি যন্ত্রণায় চিৎকার করে ওঠে। শিশুর সেই আর্তনাদ শুনেই প্রতিবেশীরা ছুটে আসে। ঘরে ঢুকে প্রতিবেশীরা দেখেন শিশুটির রক্তপাত হচ্ছে আর অভিযুক্ত তখনও ঘরের ভিতরেই ছিল। ঘটনাটি জানতে পেরে মদ্যপকে পিটিয়ে মারল প্রতিবেশীরা। মেয়েটি খুব খারাপ অবস্থায় ছিল। লোকজন অভিযুক্তকে হাতেনাতে ধরে বেধড়ক পেটাতে থাকে। মদ্যপ অবস্থায় সে মেয়েটিকে ধর্ষণ করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটি ও অভিযুক্তকে সিভিল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু পথেই মৃত্যু হয় ওই অভিযুক্তের।
একটি মন্তব্য পোস্ট করুন