এস জে আব্বাস, শক্তিগড়: মঙ্গলবার শক্তিগড়ের কাছে দু নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন ঘাটশিলা গ্রামের বাসিন্দা বোরহান মন্ডল (৫০) নামে এক ব্যক্তি। তিনি পেশায় ছিলেন আমিন সার্ভেয়ার। ঈদের আগে এমন দুর্ঘটনার খবরে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। বাড়িতে আছেন স্ত্রী, এক অবিবাহিত কন্যা ও এক পুত্র। পুত্র কোরআনে হাফেজ। বর্তমানে মেমারি মাদ্রাসার ছাত্র। জানা গেছে, রোজা অবস্থায় জমিজমা সংক্রান্ত অফিসের কাজে বেলা ১১ টায় বাড়ি থেকে বেরিয়ে ছিলেন তিনি। ফেরার পথে ঈদের কিছু কেনাকাটি করারও কথা ছিল তাঁর। শক্তিগড় থানা সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে অনুমান, জোতরামের কাছে জাতীয় সড়ক পার হতে গিয়ে বর্ধমান গামী এক ভলভো বাসের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। অপরদিকে ওই একই জায়গায় একই সময়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নীলপুরের বাসিন্দা চন্দন দত্ত(৬৪) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন