অবশেষে বৈঠকে লাইভ কভারেজের অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন দুপুর তিনটের সময় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক স্থির হয়েছিল মুখ্যমন্ত্রীর। স্থান ঠিক করা হয়েছিল নবান্নের অডিটোরিয়ামে। কিন্তু আমন্ত্রণ পত্রে লাইভ কভারেজের কোনও উল্লেখ ছিল না। তাই আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা বেঁকে বসেন। তাঁদের দাবি, নবান্নের অডিটোরিয়ামে লাইভ কভারেজের অনুমতি না মিললে বৈঠকে যাবেন না। এই খবর মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার পরেই তিনি লাইভ কভারেজের অনুমতি দিয়ে দেন। ২৮ জনের প্রতিনিধি দলকে বৈঠকে থাকার অনুমতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে আরও তি-চার জন ওই বৈঠকে থাকার অনুমতি পেয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন