কালো টাকার বাজার রুখতে ভারত সরকার নানান ফন্দি, জাল ও পদক্ষেপ গ্রহণ করলেও আটকানো যায়নি সেই কালো বাজারকে।
মিডিয়াতে মাঝে মধ্যে ভেসে ওঠে নানান খবর এই কালো টাকাকে কেন্দ্র করে। কখনও শোনা যায় কালো টাকা উদ্ধার হচ্ছে, আবার কখনও শোনা যায় কালো টাকা দূর করতে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু কোনও ওষুধই যেন কাজ করছে না। এমনকি কালো টাকা রুখতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছিল কেন্দ্র। তারপরেও আটকানো যায়নি এই কালো টাকার কালো বাজারকে।
কিন্তু মঙ্গলবার সংসদে এমন এক তথ্য প্রকাশ পেল যেটা শুনে হতবাক দেশবাসী। তথ্যটি হল দেশে কত কালো টাকা আছে সেটা জানা নেই সরকারের। তাহলে এই অজানা তথ্যকে নির্মূল করতে পারবে তো আমাদের সরকার! সেটা এখন সময়ের অপেক্ষা মাত্র।
একটি মন্তব্য পোস্ট করুন