দেশের সকল রাজ্যকে হারিয়ে আবাস যোজনা (গ্রামীণ) প্রকল্পে প্রথম স্থানে চলে এল পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পরিসংখ্যান বলছে, সকল রাজ্যকে অনেকটাই পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে বাংলা।
এই আবাস যোজনা (গ্রামীণ) প্রকল্পে পশ্চিমবঙ্গ কিন্তু হঠাৎ করে প্রথম স্থানে আসেনি। এই প্রকল্পের হাত ধরে ধাপে ধাপে উন্নয়নের পথে হেঁটেছে বাংলা। গ্রামোন্নয়ন মন্ত্রকের তথ্য অনুযায়ী ২০১৭-১৮ সালে প্রথম পাঁচে স্থান ছিল বাংলার। প্রথম স্থানে ছিল উত্তরপ্রদেশ। দ্বিতীয় হয়েছিল মধ্যপ্রদেশ। বাংলা ছিল তৃতীয় স্থানে।
২০১৮-১৯ পরিসংখ্যান থেকে জানা গেছে, এই যোজনার আওতায় দেশ জুড়ে তৈরি হয়েছে ৯০,৪৯,৫০৭টি বাড়ি। তার মধ্যে ১৩,৬৯,১০৬টি বাড়ি তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গে। তবে প্রথম দশেই নেই নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাত! মধ্যপ্রদেশ আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে আছে উত্তরপ্রদেশ।
একটি মন্তব্য পোস্ট করুন