ফোর্বস একটি তালিকা প্রকাশ করল, যেটাতে স্পষ্টভাবে উল্লেখ আছে ইনস্টাগ্রামে একটি পোষ্ট করলে কত টাকা পান ক্রীড়া সেলেবরা। সেই তালিকায় জায়গা পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।
আসুন দেখে নেওয়া যাক সেই তালিকা-
ক্রিস্টিয়ানো রোনাল্ড- ৬৭ কোটি ২৩ লক্ষ টাকা,
নেইমার জুনিয়র- ৫০ কোটি টাকা,
লিয়োনেল মেসি- ৪৫ কোটি টাকা,
ডেভিড ব্যাকহ্যাম- ২৫ কোটি টাকা,
লেবরন জেমস- ১৮ কোটি টাকা,
রোনাল্ডিনহো- ১৭ কোটি টাকা,
গ্যারেথ বেল- ১৬ কোটি টাকা,
ইব্রাহামোভিচ- ১৪ কোটি টাকা,
বিরাট কোহলি- ১৩ কোটি টাকা,
লুই সুয়ারেজ- ১২ কোটি টাকা,
একটি মন্তব্য পোস্ট করুন