জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করা নিয়ে মুখ খুলেছেন বলিউড তারকারা। পরেশ রাওয়াল, অনুপম খের, রবিনা ট্যান্ডনসহ বলিউডের অনেক তারকাই নরেন্দ্র মোদির 'নজিরবিহীন' সিদ্ধান্তকে সমর্থন করেছেন।বিভিন্ন ইস্যুতে বিজেপি সরকারের পাশে এর আগেও দাঁড়াতে দেখা গেছে 'কুইন'খ্যাত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে।এবারও তার ব্যতিক্রম ঘটেনি। মোদির প্রশংসা করে বিবৃতি দিলেন কঙ্গনা রানাওয়াতও। প্রধানমন্ত্রীর গুণমুগ্ধ কঙ্গনার মতে, দেশবাসীর ভবিষ্যৎ এবার উজ্জ্বল হতে চলেছে।
কঙ্গনার কথায়, অনেক দিন আগেই ৩৭০ ধারা তুলে নেয়া উচিত ছিল। দেশকে সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ।আমি জানতাম নরেন্দ্র মোদি ছাড়া আর কেউ অসম্ভবকে সম্ভব করতে পারবেন না। উনি শুধু স্বপ্ন দেখান না, সেটিকে বাস্তবে পরিণত করার শক্তি এবং সাহসও রাখেন।জম্মু ও কাশ্মীরসহ গোটা ভারতকে আমার শুভেচ্ছা। একত্রে আমরা এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয় তার এ বিবৃতি।
কঙ্গনার কথায়, অনেক দিন আগেই ৩৭০ ধারা তুলে নেয়া উচিত ছিল। দেশকে সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ।আমি জানতাম নরেন্দ্র মোদি ছাড়া আর কেউ অসম্ভবকে সম্ভব করতে পারবেন না। উনি শুধু স্বপ্ন দেখান না, সেটিকে বাস্তবে পরিণত করার শক্তি এবং সাহসও রাখেন।জম্মু ও কাশ্মীরসহ গোটা ভারতকে আমার শুভেচ্ছা। একত্রে আমরা এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয় তার এ বিবৃতি।
একটি মন্তব্য পোস্ট করুন