এক চাঞ্চল্যকর মন্তব্য করে সংবাদের শিরোনামে চলে এলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার বর্ধমানে এক সভায় তার মন্তব্যে ফুটে এল সুযোগ পেলেই বাংলায় চালু করা হবে এনআরসি।
সেই সভায় দিলীপবাবু বললেন, '' বিদেশিদের চিহ্নিত করব৷ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের এ দেশে থাকার কোনও অধিকার নেই৷ এনআরসি সবচেয়ে বেশি প্রয়োজন পশ্চিমবঙ্গে।''
একটি মন্তব্য পোস্ট করুন